Anurag Kashyap: ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চেয়েও রেহাই পেলেন না অনুরাগ, অভিযোগ দায়ের

Anurag Kashyap: বেশ কিছু সময় ধরেই অভিনেতা প্রতীক বব্বর ও পত্রলেখার ছবি 'ফুলে' নিয়ে বিতর্ক তুঙ্গে। বিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১১ এপ্রিল। খবর, প্রতীক গান্ধী, পত্রলেখা অভিনীত ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার কারণে মুক্তির তারিখ পিছিয়ে হয়েছে ২৫ এপ্রিল। প্রসঙ্গত, সমাজ সংস্কারক জ্যোতিরাও এবং সাবিত্রী বাই ফুলের জীবনী এই ছবিতে দেখানো হয়েছে।

Advertisement
ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চেয়েও রেহাই পেলেন না অনুরাগ, অভিযোগ দায়েরক্ষমা চাইলেন পরিচালক অনুরাগ কাশ্যপ
হাইলাইটস
  • বেশ কিছু সময় ধরেই অভিনেতা প্রতীক বব্বর ও পত্রলেখার ছবি 'ফুলে' নিয়ে বিতর্ক তুঙ্গে।

বেশ কিছু সময় ধরেই অভিনেতা প্রতীক বব্বর ও পত্রলেখার ছবি 'ফুলে' নিয়ে বিতর্ক তুঙ্গে। বিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১১ এপ্রিল। খবর, প্রতীক গান্ধী, পত্রলেখা অভিনীত ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার কারণে মুক্তির তারিখ পিছিয়ে হয়েছে ২৫ এপ্রিল। প্রসঙ্গত, সমাজ সংস্কারক জ্যোতিরাও এবং সাবিত্রী বাই ফুলের জীবনী এই ছবিতে দেখানো হয়েছে। এই ছবিতে বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দম্পতির লড়াই দেখানো হয়েছে। যা ব্রাহ্মণ সমাজের রোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণের জন্যই এই ছবি যে তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল তা পিছিয়ে দিয়েছে সেন্সর বোর্ড। আর সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ওরফে CBFC-কে নিয়ে পোস্ট লিখেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। কিন্তু এবার চাপের মুখে পড়ে তাঁকে ক্ষমা চাইতে হল। তবে ক্ষমা চেয়েও রেহাই মেলেনি, অভিযোগ দায়ের হয়েছে অনুরাগের বিরুদ্ধে। 

অনুরাগ তাঁর আগের পোস্টে ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে নিজের ঘৃণা প্রকাশ করে বিতর্কে চলে আসেন। তিনি সেন্সর বোর্ডের পাশাপাশি ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন। কিন্তু এই অপ্রাসঙ্গিক কথা বলার জন্য অনুরাগ কাশ্যপকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে হল। যদিও পরিচালকের দাবি তিনি যেটা বলেছেন সেটা সজ্ঞানে বলেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে অনুরাগ লিখেছেন, 'আমায় নিয়ে যতখুশি, যা খুশি বলুন, কিন্তু পরিবারকে এর মধ্যে টানবেন না।' 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অনুরাগ তাঁর পোস্টে বলেন, 'আমি ক্ষমা চাইছি। তবে আমার পোস্টের কারণে নয়, বরং ওই একটা বাক্যের জন্য ক্ষমা চাইছি, যেটা ভুলভাবে দেখানো হয়েছে। যার ফলে ঘৃণা ছড়ানো হচ্ছে। কোনও পদক্ষেপ বা বক্তব্য আপনার মেয়ে, পরিবার, বন্ধু ও প্রিয়জনদের চেয়ে দামি নয়। ধর্ষণের হুমকি পাচ্ছে এঁরা, প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। যারা নিজেদেরকে সংস্কারি বলে দাবি করছে, তারাই এইসব করছে। আমি যা বলেছি তা নিয়ে কোনও আক্ষেপ নেই। বলা কথা ফিরিয়ে নেওয়ার উপায় নেই। আমি কথা ফিরিয়ে নিতে চাইও না।' পরিচালক পোস্টে আরও বলেন, 'আমাকে যা খুশি বলতে পারেন। কিন্তু আমার পরিবার না কিছু বলেছে না কোনওদিন কিছু বলে। তাই আমার থেকে যদি ক্ষমাই চান তাহলে আমি ক্ষমা চাইছি। ব্রাহ্মণেরা, মহিলাদের ছেড়ে দিন, শাস্ত্রে এইটুকু সংস্কার তো রয়েছে, শুধু মনুবাদেই এটা নেই। আপনারা কোন ধরনের ব্রাহ্মণ তা ঠিক করে নিন। আমার তরফ থেকে ক্ষমা চাইছি।' 

Advertisement

অনুরাগ কাশ্যপ এর আগে তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে এই ফুলে সিনেমার বিতর্ক নিয়ে একটি খবর শেয়ার করেছিলেন। তিনি লেখেন, 'আমার জীবনের প্রথম নাটক জ্যোতিরাও ও সাবিত্রী বাই ফুলের ওপর ছিল। ভাই যদি এইদেশে জাতিবাদ না থাকত, তাহলে তাঁদের কী দরকার ছিল লড়াই করার। এখন ব্রাহ্মণ সম্প্রদায়ের লজ্জা করছে নাকি লজ্জায় মরে যাচ্ছেন নাকি এক আলাদা ব্রাহ্মণ সম্প্রদায় ভারতে বসবাস করছেন, যা আমাদের চোখে পড়ছে না, কে আসল বোকা কেউ তো বুঝিয়ে বলুন এদের?' 
 

POST A COMMENT
Advertisement