অজয় দেবগণের পরিচালনায় এবার কাজ করবেন বিগ-বি

ফের চার বছর পর পরিচালনার দায়িত্বভার কাঁধে তুলতে চলেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn)। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। তার সঙ্গে করেছেন কিছু ছবির পরিচালনাও। এবার দর্শকদের জন্যে রয়েছে আরও একটি চমক। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachhan)।

Advertisement
অজয় দেবগণের পরিচালনায় এবার কাজ করবেন বিগ-বিঅজয় দেবগণের পরিচালনায় এবার কাজ করবেন বিগ-বি
হাইলাইটস
  • ফের চার বছর পর পরিচালনায় বলিউড অভিনেতা অজয় দেবগণ।
  • ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে।
  • আগামী ডিসেম্বর থেকেই হায়দরাবাদে শুরু হবে ছবির শ্যুটিং। 

ফের চার বছর পর পরিচালনার দায়িত্বভার কাঁধে তুলতে চলেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn)। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। তার সঙ্গে করেছেন কিছু ছবির পরিচালনাও। এবার দর্শকদের জন্যে রয়েছে আরও একটি চমক। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachhan)।

২০০৮ সালে 'ইউ মি অউর হাম' (You Me Aur Hum)ছবি দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন অজয় দেবগণ। ২০১৬ সালে তাঁর পরিচালিত 'শিবায়' (Shivaay) ছবিও বক্স অফিস হিট করেনি। এরপর চার বছরের বিরতি নিয়ে ফের পরিচালনায় ফিরছেন 'মে ডে' (May Day) ছবি নিয়ে। এইবারে কাজ করবেন বিগ বি-র সঙ্গে। যদিও এর আগে 'খাকি', 'সত্যাগ্ৰহ' ও 'হিন্দুস্তান কি কসম' ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন এই দুই বলিউড অভিনেতা। তবে পরিচালক-অভিনেতার ভূমিকায় দু'জনে একসঙ্গে কাজ করবেন এই প্রথম। যদিও এই ছবিতে নিজেও একজন পাইলটের চরিত্রে অভিনয় করবেন অজয়। অন্যদিকে অমিতাভের চরিত্র সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

শোনা যাচ্ছে বিপদে মানুষের লড়াই নিয়েই তৈরি হবে এই ছবি। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকেই হায়দরাবাদে শুরু হবে 'মে ডে' ছবির শ্যুটিং। 

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন এই মুহূর্তে জনপ্রিয় রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' নিয়ে ব্যস্ত। লকডাউনের মধ্যে সুজিত সরকারের পরিচালনায় 'গুলাবো সিতাবো' রিলিজ করেছে ওটিটি প্ল্যাটফর্মে। যেখানে আয়ুষ্মান খুরানা ছাড়াও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বিগ বি-কে। এছাড়াও জাস্টিন কারজেলের পরিচালনায় অ্যাপেল টিভির সিরিজ 'শান্তারাম'-এ ডন কাদের খানের চরিত্রে দেখা যাবে বিগ বি-কে। আগামী বছরই শুরু হবে শুটিং।

অন্যদিকে ওম রাউত পরিচালিত মহাকাব্য নির্ভর থ্রি ডি ছবি 'আদিপুরুষ'- এ মহাদেবের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগণ। ছবিতে এছাড়াও রয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও সইফ আলি খান। আগামী বছর শুরু হবে এই ছবির শ্যুটিং।

তবে বলি টাউনে আপকামিং ছবি 'মে ডে'- তে নতুন জুটি অমিতাভ ও অজয়ের কাজ দেখার জন্যে দর্শকেরা খুবই আগ্ৰহী।

Advertisement

POST A COMMENT
Advertisement