Bollywood News: আবার বছর ২১ পর, সেই 'কাল হো না হো' ফের সিনেমা হলে, কবে রিলিজ করছে?

Bollywood News: ২১ বছর আগে এক প্রেমিক মানুষের গল্প বলেছিলেন পরিচালক করণ জোহর। ছবির নাম 'কাল হো না হো'। শাহরুখ খান, প্রীতি জিন্টা ও সইফ আলি খানের বন্ধুত্ব ও পরে ত্রিকোণ ভালোবাসা সেই সময় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল।

Advertisement
আবার বছর ২১ পর, সেই 'কাল হো না হো' ফের সিনেমা হলে, কবে রিলিজ করছে?ফের মুক্তি পাচ্ছে কাল হো না হো
হাইলাইটস
  • ২১ বছর আগে এক প্রেমিক মানুষের গল্প বলেছিলেন পরিচালক করণ জোহর।
  • ছবির নাম 'কাল হো না হো'।

২১ বছর আগে এক প্রেমিক মানুষের গল্প বলেছিলেন পরিচালক করণ জোহর। ছবির নাম 'কাল হো না হো'। শাহরুখ খান, প্রীতি জিন্টা ও সইফ আলি খানের বন্ধুত্ব ও পরে ত্রিকোণ ভালোবাসা সেই সময় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। এই ছবি সেই সময় বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। তবে দর্শকেরা আরও একবার শাহরুখ-প্রীতির মিষ্টি রোম্যান্স দেখার সুযোগ পাবেন। আবারও মুক্তি পেতে চলেছে করণ জোহরের সেই ছবি কাল হো না হো। 

ধর্মা মুভিজের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া পেজে। সেই খবর অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর 'কাল হো না হো' ছবিটি মুক্তি পাবে পিভিআর ও আইনক্স মাল্টিপ্লেক্সে। ধর্মা মুভিজের পক্ষ থেকে 'কাল হো না হো' ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, 'লাল অব সবকা দিল কা হাল হ্যায়, হোনেওয়ালা অব কামাল হ্যায়। কাল হো না হো আবার মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর পিভিআর ও আইনক্সে।'   

প্রসঙ্গত, ২০০৩ সালে ২৮ নভেম্বর মুক্তি পায় 'কাল হো না হো'। আর সেটা বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। গত বছর এই ছবির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে করণ জোহর স্মৃতিমেদুর হয়ে পড়েন। কারণ এই ছবিটি ছিল তাঁর বাবা যশ জোহরের শেষ ছবি। এই ছবির গল্পের পাশাপাশি গানগুলিও ছিল অসাধারণ। যা আজকের দিনে দাঁড়িয়েও রীতিমতো হিট। ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খান ও সইফ আলি খানকে। শাহরুখ প্রীতি একে-অপরকে পছন্দ করলেও শাহরুখের ক্যান্সার থাকার জন্য অভিনেতা প্রীতিকে তাঁর বেস্ট ফ্রেন্ড সইফ আলি খানের প্রেমে পড়তে বাধ্য করেন। সেই সময় এই ছবি দর্শকদের কাঁদিয়ে ছেড়েছিল।  

এই ছবি এক অসাধারণ বার্তা দিয়েছিল। জীবনে প্রতি  মুহূর্তে বাঁচা যে কত গুরুত্বপূর্ণ সেটাই এই ছবির মাধ্যমে শিখিয়েছিলেন পরিচালক। প্রীতির নয়না চরিত্রের জন্য করণের প্রথম পছন্দ ছিলেন করিনা কাপুর। কিন্তু পরে প্রীতি জিন্টাকে নয়না চরিত্রে নেওয়া হয়। কিছুমাস আগেই পরিচালক নিখিল আদবানি জানিয়েছিলেন যে তিনি শাহরুখ খানকে নিয়ে কাল হো না হো-এর রিমেক তৈরি করতে চান। তবে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেওয়ার আগেই ১৫ নভেম্বর সিনেমা হলে আসতে চলেছে শাহরুখ-প্রীতি-সইফের 'কাল হো না হো'। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement