scorecardresearch
 

Arijit Sigh: অরিজিতের কত পারিশ্রমিক? ২ ঘণ্টার পারফর্ম্যান্সেই আলিশান বাংলো কিনে ফেললেন!

Arijit Sigh: বলিউড থেকে টলিউড অরিজিৎ সিংয়ের কন্ঠের যাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল। শুধু তাই নয়, অরিজিৎ-এর লাইভ কনসার্ট শোনার জন্য শ্রোতারা পাগল হয়ে থাকে। একের পর এক হিট গান রয়েছে অরিজিতের ঝুলিতে। অরিজিতের গান মানুষ মন্ত্রমুগ্ধের মতো শোনেন।

Advertisement
অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক কত? অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক কত?
হাইলাইটস
  • একের পর এক হিট গান রয়েছে অরিজিতের ঝুলিতে।
  • অরিজিতের গান মানুষ মন্ত্রমুগ্ধের মতো শোনেন।

বলিউড থেকে টলিউড অরিজিৎ সিংয়ের কন্ঠের যাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল। শুধু তাই নয়, অরিজিৎ-এর লাইভ কনসার্ট শোনার জন্য শ্রোতারা পাগল হয়ে থাকে। একের পর এক হিট গান রয়েছে অরিজিতের ঝুলিতে। অরিজিতের গান মানুষ মন্ত্রমুগ্ধের মতো শোনেন। অরিজিৎ সিং মানেই মানুষের মধ্যে উন্মাদনা। অথচ গায়ক থাকেন একেবারে সাধারণভাবেই। তাঁর সাধারণ জীবনযাপন মানুষকে তাঁর আরও কাছে নিয়ে আসে। সম্প্রতি গায়ক ও ব়্যাপার রফতার ও ইক্কা  এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের বিষয়ে এক অজানা তথ্য শেয়ার করেছেন। তাঁরা জানিয়েছেন অরিজিৎ তাঁর শো থেকে ঠিক কত উপার্জন করেন?

একটি পডকাস্টে রফতার বলেন, অরিজিৎ তাঁর শো থেকে এতটাই টাকা উপার্জন করেন যে তিনি মুম্বইতে ডুপ্লেক্স কিনে নিয়েছেন। রফতারের এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এখন রীতিমতো ভাইরাল। রফতার অরিজিতের সরলতা ও স্বভাব নিয়েও কথা বলেন। তিনি বলেন, যত টাকা অরিজিৎ সিং উপার্জন করেন তা পাগল করে দেবে আপনাকে কিন্তু তারপরও গায়ক এত শান্ত থাকেন। 

রফতার বলেন, মানুষ ভাবে আমরা বড়লোক, আমাদের দেখতে ধনীদের মতো এবং এর মধ্যে আমরাও অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের মতো ১০০ জনকে অরিজিৎ তাঁর লাঞ্চে খেয়ে ফেলেন এরপরই রফতার গায়ক অরিজিৎ সিংয়ের একটি গল্প শোনান। তিনি বলেন, অরিজিৎ একটা শো করার পর বাইরে বের হন এবং তাঁর গাড়ি আসতে একটু দেরি হয়। অরিজিৎ সামনে দাঁড়িয়ে থাকা এক অটোতে উঠে বসে পড়েন এবং বাড়ির জন্য রওনা হন। রফতার আরও বলেন, অরিজিৎ কখনও বিয়ের বাড়িতে পারফর্ম করেন না। এটা গায়কের পছন্দ নয়। কিন্তু কেউ গায়কের কাছে খুব অনুরোধ করেছিল। বিনিময়ে অরিজিৎ মুম্বইতে ডুপ্লেক্স ফ্ল্যাট কিনে ফেলেন। 

আরও পড়ুন

গায়ক আরও বলেন, মুম্বইতে একটা ডুপ্লেক্স বাড়ির দাম কত আপনি দেখে নিন। অরিজিৎ ওই টাকা এক-দেড় গণ্টা পারফর্ম করে পেয়ে যান। রফতার এরই মাঝে অৎিজিতের তুলনা এআর রহমানের সঙ্গেও করেন। রফতার বলেন, রহমান স্যার এক লাইভ শো-তে ৩ কোটি টাকা নেন। আর আপনি একবার অরিজিৎ সিংকে দেখে নিন তিনি কত নেন। কিন্তু অরিজিৎ কখনও এটা নিয়ে কোনও শোরগোল করেন না আর এটাই অন্যদের সঙ্গে অরিজিতের পার্থক্য। প্রসঙ্গত, অরিজিৎ একাধিক ভাষাতে গান গেয়েছে। দেশ-বিদেশ সব জায়গাতেই গায়ক লাইভ শো করে থাকেন।  

Advertisement

Advertisement