বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন ন্যাশনাল পুরস্কারজয়ী গায়িকা মোনালি ঠাকুর। বাঙালি গায়িকার ঘর ভাঙার চর্চা বর্তমানে তুঙ্গে। ২০১৭ সালে মোনালি চুপিসারে বিয়ে সারেন সুইৎজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিখটারের সঙ্গে। মাইক ও মোনালির বিয়ে গায়িকার ভক্তদের জন্য হতবাক করার মতো খবর ছিল। এখন বিয়ের ৮ বছর পর তাঁদের ডিভোর্সের খবর নিয়ে বলিপাড়ায় আলোচনা তুঙ্গে। ইনস্টাগ্রামে নাকি একে-অপরকে ফলো করছেন না মোনালি ও মাইক। এরই মাঝে মোনালির রহস্যজনক পোস্ট ডিভোর্স জল্পনাকে আরও উস্কে দিল।
কিছুদিন আগেই এক রিপোর্টে জানা গিয়েছিল যে মোনালি ও মাইকের ডিভোর্স হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে তাঁরা দুজনের কেউই এই বিষয়ে কোনও ঘোষণা করেননি। এরই মধ্যে মোনালি তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন, যা দেখার পর অনেকেই মনে করছেন যে গায়িকা ডিভোর্সের পথেই হাঁটতে চলেছেন। আসলে মোনালি তাঁর আসন্ন মিউজিক ভিডিওর একটি ছোট ক্লিপিং ভাগ করে নেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, মোনালির গায়ে পড়ছে কিল-চড়। কখনও আবার তিনি হাসছেন, কিন্তু সেই হাসির মধ্যেই ফুটে উঠেছে যন্ত্রণা। এই ভিডিও শেয়ার করে মোনালি লেখেন, এটাই কারণ। কিন্তু এই কারণ আসলে কিসের ইঙ্গিত, সেটা স্পষ্ট করেননি গায়িকা। এই ভিডিওটি মোনালির নিজের গান এক বার ফির থেকে কাটা অংশ। এই গানটি তাঁর খুব কাছের, সে কথা জানিয়েছেন মোনালি। এই পোস্ট দেখার পর নেটিজেনের অনেকেই মনে করছেন যে গার্হস্থ হিংসার কারণেই হয়তো মোনালির ডিভোর্স হচ্ছে। যদিও এইসব খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি গায়িকাকে।
২০১৭ সাল খুব সাধারণ ভাবে নাকি বিয়ে হয় মোনালি ও মাইকের। এখন নাকি স্বামীর সঙ্গে কথাবার্তাও বন্ধ তাঁর। তবে ভৌগোলিক দূরত্বের কারণেই গায়িকার সংসারে ভাঙন কি না, তা জানা যায়নি। মোনালি এবং মাইকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই কয়েক বছরে তাঁদের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে, এখন আর কেউ তাঁদের দম্পতি হিসেবে কথা বলে না। যেহেতু দু’জনে অনেকটা দূরে থাকেন তাই বিয়েতে এমন সমস্যা তৈরি হয়েছে বলে মত অনেকের। মোনালি তাঁর সোশ্যাল মিডিয়া থেকেও মাইকের সঙ্গে তাঁর সব ছবি সরিয়ে দিয়েছেন।