scorecardresearch
 

Ronit Roy: বোলপুরে শ্যুটিংয়ের ফাঁকে শক্তিপীঠে রণিত, কোথায় পুজো দিলেন অভিনেতা?

Ronit Roy: ছেলে বাঙালি হলেও মুম্বইতেই জন্ম-কর্ম। ছোটোবেলা আহমেদাবাদে কাটলেও মুম্বই থেকেই তিনি তাঁর কেরিয়ার শুরু করেছেন। কিন্তু বাংলাতে যাঁর শিকড় গাঁথা, তিনি কি এত তাড়াতাড়ি তা ভুলতে পারবেন। শুক্রবারই কাজলের সঙ্গে কলকাতা এসেছেন রণিত রায়।

Advertisement
রণিত রায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম রণিত রায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • ছেলে বাঙালি হলেও মুম্বইতেই জন্ম-কর্ম। ছোটোবেলা আহমেদাবাদে কাটলেও মুম্বই থেকেই তিনি তাঁর কেরিয়ার শুরু করেছেন।

ছেলে বাঙালি হলেও মুম্বইতেই জন্ম-কর্ম। ছোটোবেলা আহমেদাবাদে কাটলেও মুম্বই থেকেই তিনি তাঁর কেরিয়ার শুরু করেছেন। কিন্তু বাংলাতে যাঁর শিকড় গাঁথা, তিনি কি এত তাড়াতাড়ি তা ভুলতে পারবেন। শুক্রবারই কাজলের সঙ্গে কলকাতা এসেছেন রণিত রায়। চলছে শান্তিনিকেতনে শ্যুটিং। আর সেই শ্যুটিংয়ের ফাঁকেই রণিত রায় কালী মায়ের পুজো দিয়ে এলেন। শনিবারই গিয়েছিলেন শক্তিপীঠের দর্শনে। সেই ছবি রণিত তাঁর সোশ্যাল মিডিয়া পেজে শেয়ারও করেন। 

কোথায় গিয়েছিলেন অভিনেত্রী?একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা। এই স্থানটি শক্তিপীঠের অন্যতম। এখানে মা কালীরূপে পূজিত হন। এমন স্থানে গিয়ে নিজেকে ধন্য মনে করছেন অভিনেতা। রণিত রায় সোশ্যাল মিডিয়ায় তাঁর পুজো দেওয়ার ছবি শেয়ার করে লেখেন, 'মা কালী ও ভোলেবাবা আমায় তাঁদের কাছে টেনে এনেছেন, আর আমি এসেছি। আহা কী দৈব পুজো, মায়ের মন্দিরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর একজন হঠাৎই উদয় হলেন। আমাকে নিয়ে গেলেন মায়ের কাছে। পুরোহিত মশাই পুজো নিলেন। অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। আমি আমার পুজো শেষ করতে পারলাম। ভোলেবাবার জন্যই এই মন্দিরে আসতে পারলাম। তার পর অনুরাগীদের কাছ থেকে এত ভালোবাসা প্রাপ্তি। জয় মা কালী, জয় মহাদেব।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ronit B Roy (@ronitboseroy)

এদিন রণিত রায় কঙ্কালীতলায় গিয়ে পুরোহিতকে দিয়ে পুজো করান। সেখানে উপস্থিত অন্যান্যরা রণিত রায়ের সঙ্গে সেলফি তোলার সুযোগ ছাড়েন না। অভিনেতা হাসিমুখে তাঁদের সেই আবদার মিটিয়েছেন। তবে শুধু কঙ্কালীতলায় পুজো নয়, শান্তিনিকেতন যাওয়ার পথে ভাঁড়ের চা ও ঝালমুড়িও খেয়েছেন অভিনেতা আয়েশ করে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। 

প্রসঙ্গত, বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাসে কাজলের কলকাতা আসার কথা শোনা গিয়েছিল। কিন্তু সূত্রের খবর, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে শ্যুটিং শিডিউল পিছিয়ে মার্চ করা হয়। এই প্রথম কোনও হরর মুভিতে কাজ করবেন কাজল। অজয় দেবগনের প্রযোজনায় এবং বিশাল ফুরিয়ার পরিচালনায় হরর ছবি ‘মা’ নিয়েই বড়পর্দায় ফিরছেন তিনি।

Advertisement
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ronit B Roy (@ronitboseroy)

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন একটি হরর ছবির শ্যুটিংয়ের জন্য বাংলায় এসেছেন রণিত ও কাজল। ছবির পরিচালক বিশাল ফুরিয়া। যিনি এর আগে নুসরত ভারুচাকে নিয়ে তৈরি করেছিলেন ‘ছোড়ি’ ছবিটি। জানা গিয়েছে, কাজলের এই ছবির প্রযোজক অজয় দেবগন। গত বছর এই ছবির জন্য নিজেই রেইকি সেরে গিয়েছিলেন অজয়। ছবির নাম ‘মা’ রাখা হয়েছে বলেই খবর।

আরও পড়ুন

TAGS:
Advertisement