শরীরের বয়স ৫৯ কিন্তু মনের বয়স এখনও ২০। দেশ থেকে বিদেশ যাঁর মহিলা-পুরুষ নির্বিশেষে ভক্তের সংখ্যা অগুণিত। আজ ২ নভেম্বর বলিউড কিং খান শাহরুখের জন্মদিন। দিওয়ালি ও শাহরুখ খানের জন্মদিন সব সময়ই এক বিশেষ মুহূর্তকে মনে করিয়ে দেয়। প্রসঙ্গত গত ১৭ বছরে দিওয়ালির সময় মুক্তি পাওয়া কোনও বলিউড ছবি কোনও সময়ই বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। এই বছর দিওয়ালিতে মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া ৩ ও সিংঘম এগেইন-এর মতো বড় বাজেটের সিনেমা। কিন্তু আপনি এটা কি জানেন যে বলিউডে দিওয়ালির সময় মুক্তি পাওয়া শাহরুখের সিনেমার মতো রেকর্ড কোনও অন্য সুপারস্টার করতে পারেননি। আসুন জেনে নিই তা কীভাবে।
দিওয়ালিতে ভক্তদের নিরাশ করেননা শাহরুখ
১৭ বছর আগে দিওয়ালির সময় দিওয়ালির সময় যে সিনেমা সবচেয়ে বেশি আয় করেছিল তা শাহরুখের সিনেমাই ছিল। ২০০৭ সালে দিওয়ালির সময়ই মুক্তি পায় ওম শান্তি ওম। এরপর থেকে দিওয়ালির সময় বক্সঅফিসে সবচেয়ে বেশি আয় করানো সিনেমা তৈরি হয়নি। শাহরুখের সঙ্গে দিওয়ালির এই ধামাকেদার সফলতা আসলে ৩০ বছরেরও পুরনো। শাহরুখ-দিওয়ালি যুগলবন্দি প্রথমবার দর্শক দেখেছিলেন ১৯৯৩ সালে। তখন শাহরুখের সবচেয়ে বড় আইকনিক হিটস বাজীগর মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি আজও দিওয়ালিতে মুক্তি পাওয়া সবচেয়ে হিট ছবিগুলির মধ্যে অন্যতম।
দিওয়ালিতে মুক্তি পাওয়া শাহরুখের ছবি
১৯৯৫ সালে বলিউড দিওয়ালিতে এমনই এক সিনেমা দর্শকদের জন্য এনেছিল, যার পর শাহরুখ খানের জন্য ভক্তরা পাগল হয়ে যায়। কাজল-শাহরুখ জুটির দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমা হলে মুক্তি পাওয়ার পর তা আজীবনের জন্য ব্লকবাস্টার হয়ে যায়। দিওয়ালিতে ভক্তদের শাহরুখ এমনই এক ছবি উপহার দিলেন, যা সবচেয়ে বড় হিট হিন্দি সিনেমা হয়ে গেল। এখানেই শেষ নয়, ১৯৯৮ সালে করণ জোহরের পরিচালনায় কাজল-শাহরুখ জুটি আবার পর্দায় ম্যাজিক তৈরি করেন কুছ কুছ হোতা হ্যায় সিনেমায়। এই সিনেমাটিও দিওয়ালির সময় মুক্তি পায়। ২০০৪ সালে যশ চোপড়ার আইকনিক লাভ স্টোরি বীর জারা মুক্তি পায় দিওয়ালির সময়েই। শাহরুখ ও প্রীতি জিন্টার রোম্যান্স দর্শকদের আচ্ছন্ন করে রেখেছিল বহুদিন। আর এরপর দিওয়ালিতে শাহরুখ-ম্যাজিক ফের দেখা গেল ২০০৭ সালে ওম শান্তি ওম সিনেমায়।
কোন কোন সিনেমা মুক্তি পেয়েছে দিওয়ালিতে
২০০৭ সালের পর প্রত্যেক বছরের দিওয়ালি যেন শাহরুখময় হয়ে গেল। রা বন (২০১১), জব তক হ্যায় জান (২০১২) এবং হ্যাপি নিউ ইয়ার (২০১৪) দিওয়ালির সময়ই মুক্তি পায়। এই সিনেমাগুলো যে বছর আসে, ওই বছর টপ ৩ বলিউড হিটসের তালিকায় শাহরুখের সিনেমাগুলো ছিল। দিওয়ালিতে শাহরুখ খানের সফলতা ছিল একশো শতাংশ। আলোর উৎসবের সময় বিনোদনের সলিড ডোজ দেওয়ার জন্য শাহরুখের এই ৯টি সিনেমা সবচেয়ে বেশি আয় দিয়েছে বক্সঅফিসকে এবং টপ ৫ বলিউড তালিকায় অবশ্যই তাঁর সিনেমা ছিলই। দেখে নিন দিওয়ালিতে শাহরুখের মুক্তি পাওয়া সিনেমাগুলো।
বাজিগর (১৯৯৩)
দিলওয়ালে দুলাহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫)
দিল তো পাগল হ্যায় (১৯৯৭)
কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)
মহব্বতে (২০০০)
ওম শান্তি ওম (২০০৭)
রা বন (২০১১)
জব তক হ্যায় জান (২০১২)
হ্যাপি নিউ ইয়ার (২০১৪)
শাহরুখের পরবর্তী সিনেমা
গত বছর ব্যাক টু ব্যাক পাঠান, জওয়ান ও ডাঙ্কি-র পর দর্শকরো শাহরুখের পরবর্তী সিনেমার জন্য অপেক্ষা করে রয়েছেন। শোনা যাচ্ছে, এসআরকে তাঁর পরবর্তী সিনেমা মেয়ে সুহানা খানের সঙ্গে করবেন। সুজয় ঘোষের পরিচালনায় তৈরি হওয়া সিনেমার নাম কিং। দিওয়ালির সময় শাহরুখের সিনেমা মুক্তি বেশ কয়েক বছরে হয়নি। তাই এই বছর জন্মদিনে শাহরুখের কাছে তাঁর ভক্তদের আর্জি হতেই পারে যে পরের বার দিওয়ালি যেন ফের শাহরুখময় হোক।