Tanushree Dutta: শ্রাবণের উপোসের পর খেলেন মাটন, ট্রোলড তনুশ্রী, পাল্টা কী বললেন অভিনেত্রী?

Tanushree Dutta: কোনও না কোনও বিষয় নিয়ে বর্তমানে বিতর্কে থাকছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিছুদিন আগেই বাঙালি কন্যা ভিডিও করে জানিয়েছিলেন তাঁর প্রতি হওয়া হেনস্থার কথা। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে বলেছিলেন যে তাঁর মানসিক স্বাস্থ্য বিগড়াচ্ছে।

Advertisement
শ্রাবণের উপোসের পর খেলেন মাটন, ট্রোলড তনুশ্রী, পাল্টা কী বললেন অভিনেত্রী?তনুশ্রী দত্ত
হাইলাইটস
  • তনুশ্রী জানিয়েছেন যে মানসিক স্বাস্থ্য বিগড়ে গেলে নিজের পছন্দের খাবার খাওয়া উচিত।

কোনও না কোনও বিষয় নিয়ে বর্তমানে বিতর্কে থাকছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিছুদিন আগেই বাঙালি কন্যা ভিডিও করে জানিয়েছিলেন তাঁর প্রতি হওয়া হেনস্থার কথা। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে বলেছিলেন যে তাঁর মানসিক স্বাস্থ্য বিগড়াচ্ছে। ২০২৮ সাল থেকে তাঁকে হেনস্থা করা হচ্ছে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তনুশ্রীকে নিয়ে চর্চা তুঙ্গে। শ্রাবণ মাসে মাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়ালেন নায়িকা। 

সম্প্রতি আর একটি ভিডিও শেয়ার করে তনুশ্রী জানিয়েছেন যে মানসিক স্বাস্থ্য বিগড়ে গেলে নিজের পছন্দের খাবার খাওয়া উচিত। আর সেই প্রসঙ্গে তিনি জানান যে তিনি মাটন খান। তনুশ্রী সেই ভিডিওতে জানিয়েছেন যে শ্রাবণ মাসের উপোস ভাঙার পরে তিনি মাংস খানয নিজেকে ভাল রাখার একমাত্র উপায় শুধুই নিজের পছন্দের খাবার। পছন্দের খাবার খেলেই নেগেটিভিটি সরিয়ে ফেলা যায়। একইসঙ্গে জানান যে, এইভাবে খাবার খেয়ে তিনি ভালো আছেন। এই খাবার আয়ুর্বেদিক মতে তিনি খান। যা সত্যিই ভীষণ উপকারী।

এই ভিডিও শেয়ার করার পরই নেটিজেনের একাংশের রোষের মুখে পড়েন অভিনেত্রী। তবে নেটিজেনদের জবাব দিতে গিয়ে অভিনেত্রী বলেন, তিনি শ্রাবণের উপোস রাখেন এবং সন্ধে ৭টার সময় এই উপোস ভাঙেন। উপোসের পর তিনি ভাত, কালো ডাল ও মাটন খেয়েছেন। অভিনেত্রী এও বলেন, বাঙালি হওয়ার কারণে তাঁর সাংস্কৃতিক প্রেক্ষাপট ও আয়ুর্বেদের পুষ্টি অনুসারে তা একেবারে ঠিক। তনুশ্রী ভিডিওতে বলেন, এরকম উপোস আমার জন্য সবচেয়ে ভাল কাজ করে। এই ধরনের উপোস মানসিক শক্তি বাড়ায়, ব্রত ভাঙার পর হাই প্রোটিন ও পুষ্টিকর খাবার খাই, যাতে শরীর স্বাস্থ্য ভাল থাকে। ভরা শ্রাবণে তনুশ্রীর এই ভিডিও দেখে বেজায় চটেছে নেটপাড়া।

Advertisement

এদিন নেটিজেনরা অভিনেত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আপনি মানসিক ভাবে সুস্থ নন। আপনার সুস্থতা প্রয়োজন।’। কেউ আবার তাঁকে নিরামিষাশী হওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ আবার লেখেন, আয়ুর্বেদে মাংস খাওয়া নিষিদ্ধ। কেউ লেখেন, দুঃখিত ম্যাডাম, আমি হিন্দু আর আমি কখনও শ্রাবণ মাসে আমিষ ছুঁয়ে দেখি না। উল্লেখ্য, ২০১৮ সালে নানা পাটেকরের বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলনে সরব হয়েছিলেন তনুশ্রী দত্ত। তবে সঠিক সাক্ষ্যপ্রমাণের অভাবে সেই মামলা আর এগোয়নি। একসময় বলিপাড়ায় সেনসেশন নায়িকা তনুশ্রী ঝড় তুলেছিল হিন্দি ইন্ডাস্ট্রিতে। কিছু বছর বিদেশে থাকার পর এখন এই দেশেই রয়েছেন তিনি।  

POST A COMMENT
Advertisement