বাংলার এক নম্বর ইউটিউবার কিরণ দত্ত। তাঁকে নিয়ে চর্চা হামেশাই হয়ে থাকে। টলিউড বা বলিউডের সেলেবদের চেয়ে কম কিছু নয় কিরণ দত্ত। তাঁর রোস্টিং ভিডিও বরাবরই সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়। জীবনে অনেক সংঘর্ষ করেই কিরণ আজ এই জায়গায় পৌঁছেছেন। সেই বং গাই কিরণের মঙ্গলবার জন্মদিন। আর সেই উপলক্ষ্যে কিরণের প্রেমিকা অন্তরা তাঁকে আদুরে শুভেচ্ছা জানালেন।
এই বছর ৩০ বছরে পা দিলেন কিরণ। তাঁর এই বিশেষ দিনে ভালোবাসা মাখা আদুরে শুভেচ্ছা জানালেন প্রেমিকা অন্তরা নয়না রায় মজুমদার। স্যোশাল মিডিয়ায় অবশ্য অন্তরা ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’ নামেই বেশি পরিচিত। অন্তরা তাঁদের ও কিরণের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন। সেখানে একটি ছবিতে তাঁদের কফির কাপ হাতে নিয়ে দেখা গিয়েছে, কিছু ছবিতে কিরণের কিছু মুহূর্ত উঠে এসেছে আর শেষ ছবিতে কিরণ ও অন্তরাকে মিরর সেলফিতে দেখা গিয়েছে, কিরণের গালে চুমু খাচ্ছেন অন্তরা। এই ছবি পোস্ট করে অন্তরা কিরণের উদ্দেশ্যে শুভেচ্ছাভরা বার্তা দিয়েছেন।
প্রসঙ্গত, একসঙ্গে বিদেশ ভ্রমণ থেকে পারিবারিক পুজোয়, সবেতেই একসঙ্গে কিরণ-অন্তরা। প্রেম নিয়ে এখন আর কোনও রাখঢাক নেই তাঁদের। এখন একসঙ্গে ঘুরতেও যান তাঁরা। এখন অন্তরাও কিরণের পরিবারের অংশ। এই প্রেমে সায় রয়েছে দুই পরিবারেরই। কিন্তু প্রেমের শুরুর দিনগুলো মোটেই এমন ছিল না। বরং কিরণকে নিজের বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় করিয়ে দিতেও দ্বিধাগ্রস্ত ছিলেন অন্তরা। ঘুরিয়ে বলতেন, ‘পিসতুতো ভাই’।
বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত। ‘দ্য বং গাই’ তাঁরই কনটেন্ট। নিজের নানা ধরনের কনটেন্ট দিয়ে তিনি মানুষের মনের মধ্যে প্রবেশ করে ফেলেছেন। তাঁকে নিয়ে বেশ হইচই হয় সব জায়গায়। তিনি অন্যতম ‘ক্রেজ়’। কেবল জেন ওয়াই জেনারেশনের জন্যই নয়, আগের প্রজন্মও তাঁকে নিয়ে আরও জানতে আগ্রহী। দেব, নুসরতের মতো বাংলার তারকা, আলিয়া ভাট-বরুণ ধাওয়ানের মতো বলিউডের তারকারাও তাঁর সাফল্যকে কদর করেন। রোস্টিং ভিডিও বানালেও কিরণ কখনও ডেইলি ভ্লগ বানাতে আগ্রহী নন। কারণ কিরণ তাঁর ব্যক্তিগত জীবনকে সকলের সামনে তুলে আনতে চান না।