
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঋজুর মেসেজ'Btw You Look Good In Saree'। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ৬ শব্দের বাক্য। ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই কোনও না কোনও মেয়ে মেসেজের স্ক্রিনশট পোস্ট করছেন আর তাতে লেখা Btw You Look Good In Saree। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কিছু না কিছু বিষয় ভাইরাল হয়ে থাকে। এবার নতুন করে সেই ট্রেন্ডে নাম লেখাল এই ইংরাজি শব্দটি। যার বাংলা করলে দাঁড়ায় তোমাকে শাড়িতে ভাল লাগছে। কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়া জুড়ে সব মেয়েরা এই ট্রেন্ডে গা ভাসালেন কেন নাকি রয়েছে অন্য কোনও কারণ।

আসলে সম্প্রতি বউ কথা কও, গোধূলি আলাপ খ্যাত নায়ক ঋজু বিশ্বাসের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। তিনি নাকি মেয়েদের সঙ্গে মেসেজে কথা বলেন এবং সেখানে নাকি প্রায় সব মেয়েকেই ঋজু এই ভাইরাল কথাটি বলেছেন। প্রথমে এক উঠতি মডেল এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানালেও পরে একের পর এক মেয়ে, মডেল, অভিনেত্রী তাঁরাও স্ক্রিনশট শেয়ার করতে শুরু করেন। আর যেখানে একটা কথাই ঋজু সবাইকে বলেছেন তা হল Btw You Look Good In Saree। রাতারাতি ঝড়ে মতো ভাইরাল হয়েছে এই কথা।

শুধু তাই নয়, মিমের পর মিম ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এখানেই শেষ নয়, ঋজুর ইন্ডাস্ট্রির সহকর্মীরাও এই নিয়ে ব্যাঙ্গ করতে ছাড়ছেন না। রীতিমতো ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে Btw You Look Good In Saree-এই শব্দটি। ফেসবুক স্ক্রল করলেই একের পর এক স্ক্রিনশট আসতে শুরু করে দিয়েছে আর যেখানে রয়েছে ঋজু বিশ্বাসের এই মেসেজ। তবে এইসব মেসেজের কোনওটাই সাম্প্রতিক কালের নয়। ২০২২ অথবা ২০২৩ কিংবা ২০১৮ সালেরও রয়েছে। এইসব নিয়ে বেশ বির্ত ঋজু।

bangla.aajtak.in-কে ঋজু জানিয়েছেন কারোর সঙ্গে সাধারণ কথা বললে বা কারোর প্রশংসা করলে সেটা কবে থেকে অশালীন পর্যায়ে পড়ে তাঁর জানা নেই। আর এইসব করার পিছনে কারণ কী থাকতে পারে সেটাও পর্দার নিখিলের অজানা। আসলে এক উঠতি মডেল প্রথমে ঋজুর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনতেই একের পর এক তরুণী জানান তাঁদেরকেও ঋজু মেসেজ করেছেন। তবে শুধুমাত্র সেই মেসেজে তাঁদের শাড়ি পড়ে সুন্দর লাগছে, এই কথাই বলেছেন ঋজু। তবে নেটিজেনদের একাংশ বলছেন, অভিযোগগুলো যেহেতু এখনও প্রমাণিত নয়, তাই বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত হওয়া দরকার। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে কারও ভাবমূর্তি নষ্ট করা উচিত নয়।
তবে ঋজু স্বীকার করে নিয়েছেন যে তিনি মেয়েদের প্রশংসা করেছেন। তাঁর কথা অনুযায়ী, শাড়িতে ভাল লাগছে বলা কি খুব অন্যায়ের কথা? কয়েকদিন আগে তো আমি আমার মাকেও এই কথা বলেছি। ইতিমধ্যেই ঋজু সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। ঋজু জানিয়েছেন যে তিনি এই বিষয়ে আইনের সহায়তা নিয়েছেন।