টলিপাড়ার পাওয়ার কাপল যিশু-নীলাঞ্জনা। কিন্তু এই বছরের জুলাই থেকে তাঁদের দাম্পত্য জীবনে চিড় ধরার খবরে তোলপাড় টলিউড। যদিও এই বিষয়ে যিশু বা নীলাঞ্জনা দুজনের কেউই এই নিয়ে কথা বলতে রাজি নন। তবে নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়া পোস্ট অনেক কিছুই বলে দেয়। এই মুহূর্তে দুজনেই আলাদা আলাদা থাকছেন। নীলাঞ্জনা তাঁর দুই সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন আর যিশু ফিরে গিয়েছেন তাঁর পুরনো বাড়িতে। আর তারই মাঝে নীলাঞ্জনার একটি পোস্ট ঘিরে ফের জল্পনা শুরু।
সম্প্রতি নীলাঞ্জনা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্ট দেন। যেটি সম্পর্কে প্রতারণা নিয়ে। নীলাঞ্জনা লেখেন, সম্পর্কে থাকাকালীন সঙ্গীকে প্রতারিত করা হল সবথেকে অসম্মানজনক কাজ যা কোনও মানুষ করতে পারে। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো তাহলে সেটা শেষ করে অন্যটা শুরু কর। তবে কি নীলাঞ্জনার এই পোস্ট যিশুকে কটাক্ষ করে? অভিনেতা কি তবে সত্যিই বিবাহ বর্হিভূত কোনও সম্পর্কে জড়িয়েছেন? মাঝে যদিও শোনা গিয়েছিল যে যিশু তাঁর আপ্ত-সহায়কের সঙ্গেই সম্পর্কে রয়েছেন। কিন্তু পরে টলিপাড়া সূত্রে জানা যায় যে এমন কোনও সম্পর্কে জড়াননি যিশু।
বর্তমানে যিশু খাদান ছবির সাফল্য নিয়ে মেতে রয়েছেন। এর আগেও অভিনেতাকে দেখা গিয়েছিল খাদান ছবির প্রচারে যেতে। অভিনেতা এখন আপাতত তাঁর কেরিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন। ২২ বছরের প্রেম, ২০ বছরের দাম্পত্যে কি এই বিষয়গুলোই ফুরিয়ে এসেছিল? তাই কি টিকলো না যিশু-নীলাঞ্জনার সংসার? এমনই প্রশ্ন ছুড়লেন অভিনেত্রী-প্রযোজক। দুই মেয়ে সারা আর জারাকে আঁকড়েই এখন দিন কাটছে নীলাঞ্জনার। তবে কেন চুপ যিশু? জানা গিয়েছে, দুই মেয়ের মুখ চেয়েই নাকি এই সিদ্ধান্ত যিশুর। অহেতুক বিতর্ক বাড়াতে চান না তিনি। কিন্তু গোটা বিষয় নিয়ে মায়ের প্রতি দুই মেয়ের সমর্থনে নাকি ভেঙে পড়েছেন অভিনেতা।
নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে এও জানা যাচ্ছে যে তিনি এখন মুম্বইতে রয়েছেন বোন চন্দনার সঙ্গে। সেখানেই রবিবারের ব্রেকফাস্টে নীলাঞ্জনা খেয়েছেন বোন চন্দনার হাতে তৈরি বড়া পাও, সাবুদানার খিচুড়ি ও চা। দুর্গাপুজোর সময়ও দুই মেয়েকে নিয়ে শহর ছেড়েছিলেন নীলাঞ্জনা। সেখানেই বোন ও বোনের পরিবারের সঙ্গে পুজো কাটান নীলাঞ্জনা। আপাতত প্রযোজনা সংস্থা ও দুই মেয়েকে নিয়ে ভালই কাটছে যিশু-পত্নীর জীবন।