
রাজ্য-রাজনীতির ঘটনা নিয়ে বরাবরই নিজের মতামত ব্যক্ত করতে ভোলেন না অভিনেতা ঋদ্ধি সেন। যে কোনও ঘটনা নিয়েই অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত দিয়ে থাকেন। এর আগেও একাধিক সময়ে ঋদ্ধি তাঁর নিজের মতামত ব্যক্ত করেছেন। সম্প্রতি দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য। আর এই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেশি রাতে মেয়েদের বেরনো উচিত নয়। এই মন্তব্যের পরই মুখ্যমন্ত্রীকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। আর এবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই সরব হলেন ঋদ্ধি সেন।
অভিনেতা ঋদ্ধি সেন সরকার পক্ষের কোনও অনুষ্ঠানেই নিজেকে রাখেন না। তাই সোজা সাপ্টা মন্তব্য করতে পিছু পা হন না অভিনেতা। এবারেও মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সুর চড়ালেন ঋদ্ধি। অভিনেতা লেখেন, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দোপাধ্যায়ের করা নিয়ম মতে রাত ৮টার পর মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনো নিষেধ করা হোক। তবে শুধু ঋদ্ধি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন টলিপাড়ার অনেক তারকারাই।
তবে মুখ্যমন্ত্রী পরে জানিয়েছেন তাঁর বক্তব্য নাকি ভুল দেখানো হয়েছে। তিনি সাফ জানান, আমার কথা বিকৃত করে দেখানো হয়েছে। আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। তারপর সেটা বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়। এভাবে রাজনীতি করবেন না। তারকারা এমনিতেও তাঁর নানা বক্তব্যের নিরিখে মন্তব্য রাখেন। বিশেষ করে ঋদ্ধি সেন থেকে রুদ্রনীল -অনেকেই এই নিয়ে খোলামেলা কথা বলেন। এর আগেও ঋদ্ধিকে কার্নিভাল করা নিয়ে বিরোধিতা করতে দেখা গিয়েছিল।
বন্যা হোক বা যা কিছু - উৎসবে ফেরা মাস্ট। কটাক্ষ করে ঠিক এমনটাই বলেন কৌশিক সেনের ছেলে। তিনি সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। চোখের সামনে যা ভুল কিছু দেখেন, তাই নিজের উচিত শব্দের মাধ্যমে সকলের সামনে আনেন। দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজে ওড়িশা থেকে পড়তে আসা, ডাক্তারি পড়ুয়াকে ক্যাম্পাসের কাছেই গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।