আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনার জেরে এখনও ধুন্ধুমার শহর- শহরতলি। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। সুবিচার ও নিরাপত্তার দাবিতে, প্রতিবাদে শামিল হয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাঁদের কর্মবিরতি চলছে এখনও। গর্জে উঠেছে দেশবাসী। এমনকী প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসীরাও। ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসকের মৃত্যুতে সরব সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা।
লক্ষ লক্ষ মানুষের গলায় শোনা যাচ্ছে, 'উই ওয়ান্ট জাস্টিস' কিংবা 'জাস্টিস ফর আরজি কর'। অন্ধকারময় সময়ে প্রায় সকলের মনই ভারাক্রান্ত। গলার কাছে যেন দলা পাকিয়ে আছে। দুশ্চিন্তা- আশঙ্কা গ্রাস করেছে। কেউই যেন ভাল নেই, চোখে ঘুম নেই। ম্লান হয়েছে আনন্দ- উৎসব- উদযাপন।
প্রতিবাদীদের কণ্ঠে এই সময় শোনা যাচ্ছে বেশ কিছু গান। যে গানগুলি প্রতিবাদে আলোড়ন ফেলেছে। আরও ধারালো- জোরালো হচ্ছে প্রতিবাদের স্বর। সে তালিকায় যেমন রয়েছে, 'কারার ঐ লৌহকপাট', 'পথে এবার নামো সাথী', 'আগুনের পরশমণি', 'আমরা করব জয়', সেরকম অরিজিৎ সিংয়ের নতুন গান 'আর কবে'-ও ফিরছে আন্দোলনকারীদের মুখে মুখে। আরও একটি গান শোনা যাচ্ছে আরজি কর কাণ্ডের প্রতিবাদী মিছিলে।
'দেশটা তোমার বাপের নাকি, করছো ছলাকলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা… মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতেও রাজি আছি… ভয় দেখিয়ে হবে না কাম…।' এই গান বর্তমানে এপার বাংলার প্রায় সকলের চেনা। ভাইরাল গানের একাধিক ভিডিও। এমনকী সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আন্দোলনরত জনতার সঙ্গে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর একটি ভিডিও। অনেকেরই প্রথমবার শুনছেন। আবার অনেকের খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। কিন্তু কানে যেন বাজছে! হঠাৎ কোথা থেকে এল এই গান? এরকম একটি প্রতিবাদী গানের ইতিহাস কী?
আসলে 'দেশটা তোমার বাপের নাকি' গানটি এপার নয়, ওপার বাংলার। সদ্য বাংলাদেশে হওয়া কোটা-বিরোধী ছাত্র আন্দোলনের এক প্রকার 'অ্যান্থম' হয়ে উঠেছিল এই গান। হাসিনাবিরোধী আন্দোলন চলাকালীন বাংলাদেশে প্রবলভাবে জনপ্রিয়তা পায় এই গান। হাসিনা জমানায় তৈরি এই গান শোনা গিয়েছিল বিএনপি-র মঞ্চে। শিল্পী নাজনীন আখতার মৌসুমী চৌধুরীর কন্ঠে তুমুল জনপ্রিয় হয়। তবে গায়িকা রুকসার রহমান দাবি করেন, ২০২২ সালে এই গান মঞ্চে তিনিই প্রথম গেয়েছেন। যদিও নাজনীন গানটি প্রথম রেকর্ড করেন। গানের কথা ও সুর, মহম্মদ ইশা খান ইথুন বাবুর। শোনা যায়, প্রতিবাদী এই গান গেয়ে ঘরছাড়াও হন নাজনীন। যদিও এই নিয়ে তিনি কোনও আপোস করেননি।
প্রসঙ্গত,'দেশটা তোমার বাপের নাকি' গানের অহমিয়া ভার্সন গেয়ে সম্প্রতি অসমে গ্রেফতার হয়েছেন সঙ্গীতশিল্পী আলতাপ হুসেন। অসমিয়া গানটিতে, মূল গানের সুরের সঙ্গেই আসামের বিহুর সুর এবং ছন্দও কিছুটা মেশানো হয়। আলতাপ হুসেনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর গান সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হেনেছে। গানটির কারণে অসমে হিন্দু-মুসলমান বিবাদ বাড়বে।