Dev vs Kunal Ghosh: 'রঘু ডাকাত' হিট না ফ্লপ? সোশ্যাল মিডিয়ায় কুণাল VS দেব তর্জা তুঙ্গে

একজন তৃণমূলের মুখপাত্র, অপরজন সাংসদ। অথচ একটি সিনেমাকে কেন্দ্র করে সম্মুখ সমরে চলে এসেছেন কুণাল ঘোষ ও দেব। অভিনেতা-সাংসদের নতুন সিনেমা 'রঘু ডাকাত' নিয়ে তীব্র কটাক্ষ করেছেন কুণাল। পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন দেব।

Advertisement
'রঘু ডাকাত' হিট না ফ্লপ? সোশ্যাল মিডিয়ায় কুণাল VS দেব তর্জা তুঙ্গেনিজস্ব চিত্র
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ায় সম্মুখ সমরে দেব ও কুণাল
  • 'রঘু ডাকাত' নিয়ে কুণালের কটাক্ষ দেবকে
  • পাল্টা প্রতিক্রিয়া অভিনেতা সাংসদের

রাজনীতিতে তাঁরা একে অপরের সতীর্থ, অথচ রুপোলি পর্দার একটি ছবি ঘিরে আচমকাই সম্মুখ সমরে দেব এবং কুণাল ঘোষ। গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্যে দেবকে সরাসরি কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। এমনকী ভিডিও বানিয়ে দেবের নতুন ছবি 'রঘু ডাকাত' ছবির নেতিবাচক রিভিউও দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়া এসেছে দেবের পক্ষ থেকেও। 

ঘটনার সূত্রপাত কী থেকে? 
‘রক্তবীজ-২’ ছবিটির হয়ে লড়াই করতে গিয়ে দলেরই সাংসদ দেবের বিরুদ্ধে কটাক্ষ করতে থাকেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দেবের 'রঘু ডাকাত'। যা কুণাল ঘোষের নজরে ১০-এ ৪ পাওয়ার যোগ্য। 

আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দেবের জনৈক ভক্ত অভিজিৎ চৌধুরী নামে এক প্রোফাইলের একটি পোস্ট। যেখানে একটি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট পোস্ট করা হয়। সেটিতে 'রঘু ডাকাত'-এর রিভিউ লেখা ছিল। লেখকের নাম স্ক্রিনশটে দেখা না গেলেও পোস্টে দেবকে ট্যাগ করে উল্লেখ করা হয়, 'দাদা কুণাল ঘোষ তোমার এগেনস্টে এরম জিনিস করছে সকাল ৯.৫৫-তে। কীভাবে সম্ভব? তুমি জীবনে যতটুকু ট্রোল হও এখন সেটা এই রাজনৈতিক দলের জন্য। আজ তার মুখপাত্র এরম করছে। আর চুপ থেকো না। চুপ থাকা মানে দুর্বল নয়, বার বুঝিয়ে দাও।' 

প্রতিক্রিয়া-পাল্টা প্রতিক্রিয়া
ট্যাগ থাকার কারণে দেবেরও নজরে আসে পোস্টটি। এরপর তিনি রিপোস্ট স্বল্প বাক্য ব্যয়ে লেখেন, 'রিল্যাক্স... করতে দাও। ভগবান আছে!' এই পোস্ট আবার নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, 'সিনেমার খুঁটিনাটি জানতে রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হয়? এর মধ্যে যারা দেখেছেন, তাদের চিনি না???? আমি গতকালই লিখতে পারতাম। কন্টেন্ট ঠিক থাকলে Relax টা রিলিজের আগেই হত। জেলায় জেলায় নেতাদের সৌজন্যে/সম্পর্কের খাতিরে প্রমোশন অনুষ্ঠান, হলের বেশি শো, হল মালিকদের সঙ্গে দেখা করতে হলে ছুটে যাওয়া, টিকিটের দাম বাড়ানো কমানো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এগুলো করতে হত না। ৪টে সিনেমাকে সমান সুযোগ দিয়ে ভগবান আছে বলে বিশ্বাস রাখা গেল না???????? তাহলে স্মার্টনেসটা বুঝতাম।' 

Advertisement

এর আগেও কুণাল ঘোষ ‘রঘু ডাকাত’-এর অতিরিক্ত শো পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, 'যদি কোনও ছবি নেপথ্য প্রভাবে বাড়তি সুবিধা পায়, প্রতিবাদ হবেই।' প্রশ্ন উঠেছিল, 'প্রভাবশালী' বলতে কাকে বোঝাতে চেয়েছেন কুণাল ঘোষ? তাঁর কথায়, 'যেভাবে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চড়ে রঘু ডাকাত-এর প্রমোশন চলেছে, তাতে ছবিটার ক্রেডিট লাইনে তৃণমূলের নাম থাকা উচিত।'

দেব সাংসদ বলেই কি এ বাড়তি সুবিধা পাচ্ছেন? সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে খোদ দেব বলেন, 'দেবের বন্ধু হতে গেলেও যোগ্যতা লাগে আর শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে। কিন্তু কুণাল ঘোষ আমার গুরুর মতো।'

'রঘু ডাকাত'-কে কেন্দ্র করে পুজোর মরশুমে কুণালের তোপ, দেবের পাল্টা খোঁচায় সোশ্যাল মিডিয়া সরগরম। 

POST A COMMENT
Advertisement