Dhurandhar Box Office: 'ধুরন্ধর'-এ ধরাশায়ী 'পুষ্পা ২', ১০ দিনে চমকে দেওয়া আয় 'রহমান ডাকাইত'-এর

Dhurandhar Box Office: ২০২৫ সাল শেষ হওয়ার আগেই হিন্দি ইন্ডাস্ট্রির ভোল বদল করে দিল রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। এই বছর যে কটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে 'ধুরন্ধর' বক্স অফিসে নিজের জাত চিনিয়ে দিয়েছে। আদিত্য ধর পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল, তবে ছবি মুক্তির পর থেকেই তা রেকর্ড গড়ছে প্রায় প্রতিদিনই।

Advertisement
'ধুরন্ধর'-এ ধরাশায়ী 'পুষ্পা ২', ১০ দিনে চমকে দেওয়া আয় 'রহমান ডাকাইত'-এর'ধুরন্ধর' ছবির বক্স অফিস সংগ্রহ
হাইলাইটস
  • ২০২৫ সাল শেষ হওয়ার আগেই হিন্দি ইন্ডাস্ট্রির ভোল বদল করে দিল রণবীর সিংয়ের 'ধুরন্ধর'।

ছবির নাম-ধুরন্ধর
অভিনয়-রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, ববি দেওল, আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন
পরিচালক-আদিত্য ধর
 

২০২৫ সাল শেষ হওয়ার আগেই হিন্দি ইন্ডাস্ট্রির ভোল বদল করে দিল রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। এই বছর যে কটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে 'ধুরন্ধর' বক্স অফিসে নিজের জাত চিনিয়ে দিয়েছে। আদিত্য ধর পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল, তবে ছবি মুক্তির পর থেকেই তা রেকর্ড গড়ছে প্রায় প্রতিদিনই। মাত্র ১০দিনের মাথায় এই ছবি বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি ছাডিয়ে গিয়েছে। 

৫ ডিসেম্বর মুক্তি পায় আদিত্য ধরের ধুরন্ধর। প্রথম দিন থেকেই এই ছবি বক্স অফিসে নজর কেড়েছে। বোঝাই যাচ্ছিল এই ছবি বেশ কয়েকটি নজির গড়বে। সেই মতো ছবি মুক্তির দশম দিনে ৩৫০.৭৫ কোটির সীমা ছাড়াল ধুরন্ধর। বিশ্বে ৫৪০.৭৫ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। ছবির দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি। কিন্তু তা ছবির ব্যবসায় কোনও প্রভাব ফেলতে পারেনি।  দর্শকেরা এই ছবি দেখতে হলে ভিড় করছেন। 

শুধু ১৩ ডিসেম্বর ভারতে এই ছবি ৫৩ কোটির ব্যবসা করে ফেলেছিল। ১২ ডিসেম্বর এই ছবি ব্যবসা করেছিল ৩২ কোটি টাকার। সপ্তাহান্তে অনেকটা এগিয়ে গিয়েছে আদিত্য ধরের এই ছবি। এখন পর্যন্ত ‘ধুরন্ধর’-এর যা বক্সঅফিস সংগ্রহ, তাকে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ধুরন্ধর’ নতুন দৃষ্টান্ত তৈরি করল। ছবি মুক্তির প্রথম দিনেই রণবীরের ধুরন্ধর ভারতে বক্স অফিসে ২৮ কোটির ব্যবসা করে। এরপর দ্বিতীয় দিনে ৩২ কোটি, তৃতীয় দিনে ৪৩ কোটি, চতুর্থ দিনে ২৩.২৫ কোটি, পঞ্চম দিনে ২৭ কোটি, ষষ্ঠ দিনে ২৭ কোটি, অষ্টম দিনে ৩২.৫ কোটি, নহম দিনে ৫৩ কোটি এবং দশম দিনে ৫৮ কোটির ব্যবসা করেছে। 

মোট বক্স অফিস আয় ভারতে হয়েছে ৩৫০.৭৫ কোটি আর বিশ্বজুড়ে বক্স অফিসে এই ছবি আয় করেছে ৫৪০.৭৫ কোটি। রণবীরের ছবি ‘সিম্বা’ বক্সঅফিসে ২৪০.৩০ কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই নজির নিজেই ভেঙে দিলেন অভিনেতা। বহুদিন পর রণবীরের কোনও ছবি বক্স অফিসে এত উপার্জন করল, যা সত্যিই নজির গড়েছে হিন্দি সিনেমায়।  

Advertisement

POST A COMMENT
Advertisement