'রাস' সিনেমার সেটেই প্রেমটা শুরু হয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের। পুরনো প্রেমকে বিদায় জানিয়ে নতুন করে পরিচালক-অভিনেতা প্রেমে পড়েন। প্রেমিকা আলোকবর্ষা বসু তথাগতর থেকে ছোট হলেও ভালোবাসায় সেটা কোনওদিনই প্রভাব ফেলেনি। মাঝে মাঝেই তথাগত ও আলোকবর্ষা তাঁদের মুহূর্ত যাপনের ছবি ভাগ করে নেন সোশাল মিডিয়া পেজে। আর পুজোর আমেজে গা ভাসিয়ে ষষ্ঠীর সন্ধ্যেতে আবারও দেখা গেল তথাগত ও আলোকবর্ষার আদুরে মুহূর্ত।
তথাগত কয়েকটি সাদা-কালো ছবি পোস্ট করেন। যেখানে আলো ছায়াতে দাঁড়িয়ে পরিচালক ও তাঁর প্রেমিকা। দুজনেই কাছাকাছি মুখোমুখি দাঁড়িয়ে ছবি তুলেছেন। কখনও আলোকবর্ষার মাথায় থুতনি রেখে ছবি তুলেছেন তথাগত, কখনও আবার খুব কাছাকাছি। এই ছবিগুলো শেয়ার করে তথাগত ক্যাপশনে লেখেন, 'আমি কোনও জীবনবোদ্ধা নেই, একজন সাধারণ দর্শক হিসাবে বলছি, ছবিতে শুধু খোলসটাই থেকে যায়, বাকি সব হিসেব নিকেশের অঙ্ক কিন্তু লুকনো।' এরই সঙ্গে তথাগত জানিয়েছেন যে এই ছবিগুলো তুলেছেন রণজয় বিষ্ণু।
'রাস' ছবির সেট থেকেই প্রেম শুরু তথাগত ও আলোকবর্ষার। কাজের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন তাঁরা। এ বছরের ফেব্রুয়ারিতেই তথাগত তাঁর প্রেমিকাকে সামনে আনেন। তথাগতর সঙ্গে আলোকবর্ষার বয়সের ব্যবধান অনেকটাই। বলা চলে অসম প্রেম। এর আগে তথাগতর সঙ্গে বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমের চর্চা ছিল তুঙ্গে। একসঙ্গে তাঁদের একাধিক পার্টি, ফিল্ম প্রিমিয়ারে দেখা গেলেও নিজেরা কখনও প্রেমের কথা স্বীকার করেননি। যদিও শহরের বাইরে ঘুরতে যাওয়ার এমন অনেক ছবিতেই তথাগতর সঙ্গে বিবৃতির উপস্থিতি টের পাওয়া গিয়েছে। ইন্ডাস্ট্রির সকলেই ভেবেছিল যে দেবলীনার পর বিবৃতির সঙ্গেই থিতু হতে চান তথাগত। কিন্তু সেটা হল না। তথাগত নতুন করে প্রেমে পড়লেন তাঁরই সরকারী পরিচালকের সঙ্গে।
এর আগে তথাগত সংসার পেতেছিলেন দেবলীনা দত্তের সঙ্গে। কিন্তু সেই দাম্পত্য তাঁদের টেকেনি। এখনও তথাগত ও দেবলীনার অফিসিয়াল ডিভোর্স হয়নি। তবে তথাগত-আলোকবর্ষা এখনই বিয়ে করছেন না। এখন তাঁরা চুটিয়ে প্রেম করতে চান। একে-অপরের সঙ্গে সময় কাটাতে চান। তার পর বিয়ে। যদিও খাতায়-কলমে আজও বিবাহিত তথাগত। ২০১২ সালে অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তথাগত। তিন বছর আগে দুজনের সংসারে ফাটল ধরে। আলাদা হয় ছাদ। তবে আইনি পথে বিচ্ছেদ হয়নি।