Raj-Subhashree: বার-বি-কিউ সঙ্গে হালকা গান, রাজ-শুভশ্রীর হালিশহরের বাড়িতে উষ্ণ 'হাউস পার্টি'

Raj-Subhashree: কলকাতার বিলাসবহুল আবাসন আরবানার লাক্সারিয়াস ফ্ল্যাটে থাকলেও, নিজের শিকড় হালিশহরকে কখনও ভোলেন না পরিচালক রাজ চক্রবর্তী। আর তাই মাঝে মাঝেই সময় পেলেই স্ত্রী-সন্তানকে নিয়ে কয়েকটা দিন কাটিয়ে যান হালিশহরের বাড়িতে। একটু একটু শীতের পরশ গায়ে আসতেই স্ত্রী শুভশ্রী ও দুই সন্তানকে নিয়ে হালিশহরে পৌঁছে গেলেন পরিচালক।

Advertisement
বার-বি-কিউ সঙ্গে হালকা গান, রাজ-শুভশ্রীর হালিশহরের বাড়িতে উষ্ণ 'হাউস পার্টি'রাজ-শুভশ্রীর বাড়িতে পার্টি
হাইলাইটস
  • শনিবার সন্ধেয় রাজের বিলাসবহুল বাড়িতেই বসল গান-বাজনার আসর।

কলকাতার বিলাসবহুল আবাসন আরবানার লাক্সারিয়াস ফ্ল্যাটে থাকলেও, নিজের শিকড় হালিশহরকে কখনও ভোলেন না পরিচালক রাজ চক্রবর্তী। আর তাই মাঝে মাঝেই সময় পেলেই স্ত্রী-সন্তানকে নিয়ে কয়েকটা দিন কাটিয়ে যান হালিশহরের বাড়িতে। একটু একটু শীতের পরশ গায়ে আসতেই স্ত্রী শুভশ্রী ও দুই সন্তানকে নিয়ে হালিশহরে পৌঁছে গেলেন পরিচালক। শনিবার সন্ধেয় রাজের বিলাসবহুল বাড়িতেই বসল গান-বাজনার আসর। যার ভিডিও শেয়ার করেছেন স্বয়ং পরিচালক। 

রাজের বাড়ির সামনে সুবিশাল খোলা জায়গা। আর সেখানেই শনিবারের আসর জমে উঠেছিল। কালো রঙের ফুল স্লিভ টপ ও কালো ট্রাউজার পরেছিলেন শুভশ্রী। জড়িয়েছিলেন কালো রঙের স্টোল, কোলে ইয়ালিনি। চলছে মা-মেয়ের আদর পর্ব, সামনে বলিউডি হালকা মেজাজের গানে চারদিকের মনোরম পরিবেশ। গানের তালে মায়ের কোলেই নাচতে দেখা গেল ইয়ালিনিকে। তবে বাবা রাজের ভিডিও করা দেখে লজ্জায় মাকে জড়িয়ে ধরল মেয়ে। আর কী করছিল ইউভান? রাজ-শুভশ্রীর ছেলে বরাবরই খুব দুষ্টু। খোলাধূলো করতেই বেশি ভালোবাসে। বাড়ির গেটের কাছে সে খেলা করছিল। 

বার-বি-কিউতে সেঁকা হচ্ছে চিকেন-ফিশ, যার গন্ধে ম ম করছে গোটা বাড়ি। ছিল পানীয়র ব্যবস্থাও। গোটা বাড়ি সাজানো হয়েছে আলোতে, যা পরিবেশকে আরও সুন্দর করে তুলেছিল। শহর থেকে দূরে হালিশহরে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে ছোটখাটো হাউস পার্টির আয়োজন করেছিলেন রাজ-শুভশ্রী। এই হাউস পার্টিতে ইন্ডাস্ট্রির মধ্যে একমাত্র দেখা গেল অভিনেতা রোহন ভট্টাচার্যকে। শনিবারের রাতের এই পার্টি পুরোটাই ধরা পড়েছে রাজের মোবাইল ক্যামেরায়।

শীত পড়তেই শুভশ্রী ও রাজ সপ্তাহান্ত কাটাতে হালিশহর চলে আসেন। এর আগেই একাধিকবার তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ায় এই বাড়ির ঝলক ধরা পড়েছে। ইয়ালিনি ও ইউভানও খেলার জন্য অনেকটা জায়গা পান। বাড়ির বাগানে বসে ইউভান-ইয়ালিনির কীর্তিও ধরা পড়েছে শুভশ্রীর ক্যামেরায়। গত বছর দোলের সময়ও দুই সন্তানকে নিয়ে হালিশহরের বাড়িতেই কাটিয়েছিলেন রাজ।  

Advertisement

POST A COMMENT
Advertisement