Raj Chakraborty on Dev Subhashree: 'দেব-শুভশ্রীর বিয়ে হলে ভাল হত', হঠাৎ কেন বললেন পরিচালক রাজ?

দেব-শুভশ্রীর সম্পর্ক টলিপাড়ার ওপেন সিক্রেটের মতো। তাঁদের প্রেমের খবর জানেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। তার ওপর তাঁরা ছিলেন ইন্ডাস্ট্রির হিট জুটি। যদিও নিজেদের সম্পর্কের কথা কোনওদিনই প্রকাশ্যে আনেননি দেব-শুভশ্রী। কিন্তু তাঁদের ব্রেকআপের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল।

Advertisement
'দেব-শুভশ্রীর বিয়ে হলে ভাল হত', হঠাৎ কেন বললেন পরিচালক রাজ?দেব-শুভশ্রীকে নিয়ে কী বললেন রাজ?
হাইলাইটস
  • দেব-শুভশ্রীর সম্পর্ক টলিপাড়ার ওপেন সিক্রেটের মতো।

দেব-শুভশ্রীর সম্পর্ক টলিপাড়ার ওপেন সিক্রেটের মতো। তাঁদের প্রেমের খবর জানেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। তার ওপর তাঁরা ছিলেন ইন্ডাস্ট্রির হিট জুটি। যদিও নিজেদের সম্পর্কের কথা কোনওদিনই প্রকাশ্যে আনেননি দেব-শুভশ্রী। কিন্তু তাঁদের ব্রেকআপের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। এই ব্রেকআপের পর শুভশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর নায়িকার জীবনে এলেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০১৮ সালের মে মাসে রাজ-শুভশ্রী বিয়ে করেন। এরপর দুই সন্তানকে নিয়ে তাঁদের সুখের সংসারের কথা এখন কে না জানে। তবে ১৪ বছর পর গত বছর ধূমকেতু মুক্তির সময় ফের এক হন দেব-শুভশ্রী। এমনকী দেশু৭-এর পরবর্তী ছবি নিয়েও তাঁরা আবারও একসঙ্গে। আর এরই মাঝে রাজ জানিয়ে দিলেন দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালই হত।

কিন্তু হঠাৎ করে রাজ কেনই বা এই কথা বলতে গেলেন? আসলে গত বছর ধূমকেতু মুক্তি পাওয়ার আগে আগেই প্রাক্তন জুটি দেশু তাঁদের মান-অভিমান ও তিক্ততা ভুলে আবার একে-অপরের হাত ধরেন। তবে সেটা বাংলা ছবির স্বার্থে। এই বছরও ফের দেব-শুভশ্রীর ম্যাজিক দেখা যাবে পর্দায়। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন এই জুটিকে সামনে রেখে রাজ চক্রবর্তী ও রুক্মিণীকে নিয়ে চলছে ট্রোল। নানা মিমের হাত ধরে রাজ-শুভশ্রীর সুখের সংসারে, দেবকে টেনে নিয়ে এসে নানা কটূক্তি। এগুলির মধ্যে সবচেয়ে ভাইরাল, রাজ নয়, শুভশ্রীর স্বামী দেব হলেই জমত! পর্দার সেই ‘পরাণ জ্বালানো’ জুটি রিয়েল লাইফেও সংসার করলে, তাঁদের প্রেমকে আর ‘ধূমকেতু’ হতে হত না! অনুরাগীদের এমন গঞ্জনা, কটূক্তি নিয়ে এবার মুখ খুললেন খোদ রাজ চক্রবর্তী।

এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজ বলেন, হ্যাঁ, শুভশ্রীর-দেবের সঙ্গে বিয়ে হলেই ভাল হত। শুভশ্রীর পরিচালক-স্বামী বলেন, আমারও মনে হয়েছিল। শুভশ্রীর দেবের সঙ্গে বিয়ে হলে ভাল হত। কিন্তু শুভশ্রী আমার কপালে ছিল। শুভশ্রীর কপালেও আমি ছিলাম। এখন কিছু আর করার নেই। আমরা খুবই সুখে রয়েছি। আমার বিশ্বাস, দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও হ্যাপি থাকবে। দেবও খুব ভাল ছেলে। রাজ-শুভশ্রী নিজেদের বৈবাহিক জীবনে ভীষণভাবে আনন্দে আছেন। ইউভান ও ইয়ালিনিকে নিয়ে তাঁদের পরিবার। শুভশ্রী এমনিতেই খুব ঘরোয়া প্রকৃতির মেয়ে। কাজ ও সংসার দুটোই সামলাতে দক্ষ। 

Advertisement

অপরদিকে, দেবের জীবনেও রুক্মিণীর প্রবেশ বেশ বহু বছর আগেই। দুজনে চুটিয়ে প্রেম করছেন, তা ইন্ডাস্ট্রির অজানা নয়। তবে কবে এই জুটি বিয়ে করবেন, সে নিয়ে এখনও কিছুই জানা যায়নি। সোমবার দুপুরে দেব ও শুভশ্রী তাঁদের আগামী ছবির ঘোষণা করেছেন ফেসবুক লাইভে। তাঁরই ফাঁকে অতীত নিয়ে খোলাখুলি কথা বললেন দেব-শুভশ্রী। স্পষ্ট জানালেন, অতীতকে ভুলে এখন তাঁরা এগিয়ে গিয়েছেন, পেশাগত নজরেই দেখছেন সবটাকে। আর এমন ভাবনার জন্য দেব ও শুভশ্রী দুজনেই ধন্যবাদ জানিয়েছেন রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে। কারণ, তাঁরা মনে করেন, রুক্মিণী ও রাজের সার্পোট ছাড়া, দেশুর ফিরে আসা সম্ভব ছিল না।
      

POST A COMMENT
Advertisement