Ditipriya Roy: অস্ত্রোপচার হবে দিতিপ্রিয়ার, হঠাৎ কী হল নায়িকার?

Ditipriya Roy: সোমবারই গৌরব চট্টোপাধ্যায়ের ভবানীপুরের বাড়িতে লক্ষ্মীপুজোয় যোগ দিতে দেখা যায় দিতিপ্রিয়া রায়কে। আর বুধবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে জানালেন নিজের অস্ত্রোপচারের কথা। আচমকা দিতিপ্রিয়ার এই ধরনের পোস্টের পর তাঁর ভক্ত-অনুরাগীরা স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন।

Advertisement
অস্ত্রোপচার হবে দিতিপ্রিয়ার, হঠাৎ কী হল নায়িকার?দিতিপ্রিয়া রায়
হাইলাইটস
  • সোমবারই গৌরব চট্টোপাধ্যায়ের ভবানীপুরের বাড়িতে লক্ষ্মীপুজোয় যোগ দিতে দেখা যায় দিতিপ্রিয়া রায়কে।

সোমবারই গৌরব চট্টোপাধ্যায়ের ভবানীপুরের বাড়িতে লক্ষ্মীপুজোয় যোগ দিতে দেখা যায় দিতিপ্রিয়া রায়কে। আর বুধবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে জানালেন নিজের অস্ত্রোপচারের কথা। আচমকা দিতিপ্রিয়ার এই ধরনের পোস্টের পর তাঁর ভক্ত-অনুরাগীরা স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন। হঠাৎ করে কী হল দিতিপ্রিয়ার যে তাঁকে তড়িঘড়ি অস্ত্রোপচার করতে হয়। 

দিতিপ্রিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। যদি কেউ যোগাযোগের চেষ্টা করেন, পাবেন না। আমি পরে যোগাযোগ করে নেব। হঠাৎ কী হল ছোটপর্দার নায়িকার? দিতিপ্রিয়ার হাড়ের সমস্যা দেখা দিয়েছে। সেটারই অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। প্রায় ২ বছর আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু সেটা কাজ ও পড়াশোনার কারণে হয়ে ওঠেনি। তবে এখন না করলেই নয়। তাই লক্ষ্মীপুজো মিটতেই নাকের অপারেশন করিয়ে নিচ্ছেন দিতিপ্রিয়া।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

অভিনেত্রীর মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিদিনই শ্যুটিং করছিল তাঁর মেয়ে। কিন্তু অনেক সময়ই শটের ফাঁকে নাক থেকে রক্ত পড়ছিল। তারপরই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। খুব বড় অস্ত্রোপচার নয়। দিতিপ্রিয়া এমনিতে ঠিক আছেন। আসলে দিতিপ্রিয়া এতটাই কাজের মধ্যে ডুবে থাকেন যে নিজের জন্য সময় বের করতে পারেন না। প্রায় প্রতিদিনই ১৪ ঘণ্টা করে শ্যুটিং ফ্লোরে কাটে অভিনেত্রীর। 

এই মুহূর্তে দিতিপ্রিয়াকে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে। যেখানে তিনি জিতু কমলের বিপরীতে অভিনয় করছেন। বহু বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন দিতিপ্রিয়া। চুটিয়ে অভিনয় করছেন তিনি। এই সিরিয়ালে দিতিপ্রিয়ার চরিত্রের নাম অপর্ণা। আর্য ও অপর্ণার জুটি দর্শকদের বেশ ভাল লাগছে। অস্ত্রোপচারের পর কবে শ্যুটিংয়ে ফিরবেন দিতিপ্রিয়া, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

POST A COMMENT
Advertisement