Ditipriya Roy Row: দিতিপ্রিয়ার শ্যুটিংয়ে সারাক্ষণ থাকেন মা, 'অফিসে কি নিয়ে যাওয়া যায়'? আপত্তি লীনা গঙ্গোপাধ্যায়ের

'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল থেকে বেশ কিছুদিন হল সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। তাঁর জায়গায় এসেছেন শিরিন পাল, যাঁকে জিতু কমলের বিপরীতে দর্শকেরা বেশ পছন্দ করছেন। তবে দিতিপ্রিয়া ও জিতু কমলের মধ্যে চলা বিতর্কের মাঝে বার বার পরোক্ষভাবে আঙুল উঠেছে নায়িকার মায়ের দিকেই।

Advertisement
দিতিপ্রিয়ার শ্যুটিংয়ে সারাক্ষণ থাকেন মা, 'অফিসে কি নিয়ে যাওয়া যায়'? আপত্তি লীনা গঙ্গোপাধ্যায়েরশ্য়ুটিংয়ে অভিভাবকদের নিয়ে আসা নিয়ে কী বললেন লীনা গঙ্গোপাধ্যায়?
হাইলাইটস
  • টলিপাড়ায় অনেক শিশুশিল্পীদের সঙ্গেই মায়েরা সেটে উপস্থিত থাকেন।

'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল থেকে বেশ কিছুদিন হল সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। তাঁর জায়গায় এসেছেন শিরিন পাল, যাঁকে জিতু কমলের বিপরীতে দর্শকেরা বেশ পছন্দ করছেন। তবে দিতিপ্রিয়া ও জিতু কমলের মধ্যে চলা বিতর্কের মাঝে বার বার পরোক্ষভাবে আঙুল উঠেছে নায়িকার মায়ের দিকেই। যদিও এই নিয়ে দিতিপ্রিয়াকে মুখ খুলতে দেখা যায়নি। ছোট থেকেই অভিনেত্রীর সঙ্গে তাঁর মা শ্যুটিং সেটে আসেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই অভ্যাসটাই রয়ে গিয়েছে দিতিপ্রিয়ার। ছবি হোক বা সিরিয়াল, সঙ্গে মা যাবেন। 

টলিপাড়ায় অনেক শিশুশিল্পীদের সঙ্গেই মায়েরা সেটে উপস্থিত থাকেন। চ্যানেল ও নির্মাতাদের পক্ষ থেকেই বলা হয় যে শিশুশিল্পীদের সঙ্গে যেন তাদের অভিভাবক উপস্থিত থাকেন। কিন্তু সেই শিশু বড় হয়ে যাওয়ার পর শ্যুটিং সেটে মা বা অভিভাবককে নিয়ে আসবেন কিনা, এটা তাঁদের একান্তই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক-প্রযোজকদের আলাদা আলাদা মত। তবে শ্যুটিং ফ্লোরে মা অথবা অভিভাবককে নিয়ে আসার ক্ষেত্রে একেবারে ভিন্ন মত লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। 

অনেক মায়েরাই শ্যুটিং ফ্লোরে আসেন ঠিকই, তবে তাঁরা মেকআপ রুমেই বসে থাকেন। লেখিকা এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় এই নিয়ে আপত্তি জানিয়েছেন। এক সংবাদমাধ্যমকে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে প্রাপ্তবয়স্ক শিল্পীরা সারাক্ষণ মাকে শ্যুটিংয়ে নিয়ে আসার বিষয়টিকে মান্যতা দিতে রাজি নন। তিনি বলেন, যাঁরা চাকরি করেন, তাঁরা কি অফিসে নিজেদের মাকে নিয়ে যেতে পারেন? তাহলে এ ক্ষেত্রেই বা হবে কেন? শিশুশিল্পী হলে তো অবশ্যই অভিভাবককে আসতে হবে। সেটাই নিয়ম। কিন্তু প্রাপ্তবয়স্ক শিল্পী হলে অভিভাবক সঙ্গে থাকবেন সারাক্ষণ, সেটাকে মান্যতা দিতে আমি রাজি নই। 

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া তাঁর মাকে নিয়ে শ্যুটিং ফ্লোরে কেন আসেন, সেটা বেশ ভাইরাল। দিতিপ্রিয়া সেই সাক্ষাৎকারে জানিয়েছেন কেন তিনি সর্বদা মাকে নিয়ে শ্যুটিং ফ্লোরে আসেন। অভিনেত্রী জানিয়েছেন যে তিনি যে সারাদিন শান্ত মাথায় শ্যুটিং করেন তা সম্ভব একমাত্র তাঁর সেটে থাকেন বলে। কারণ দিতিপ্রিয়ার দাবি, তিনি অত্যন্ত মাথা গরম করে ফেলেন আর তাঁকে মা ছাড়া কেউ সামলাতে পারেন না। সুতরাং শ্যুটিং সেটে তাঁর মা না আসলে তিনি শ্যুটিং করতে পারবেন না।    

Advertisement

 

POST A COMMENT
Advertisement