Divya Dutta recalls Irrfan Khan: বিছানায় ঘনিষ্ঠ দৃশ্যের আগে নার্ভাস ছিলেন ইরফান, যেভাবে রাজি করালেন নায়িকা

দিব্যার কথায়, একজন অভিনেতার দায়িত্ব শুধু নিজের অভিনয় নয়, সহ-অভিনেতাকে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য দেওয়াও। সেই পারস্পরিক বোঝাপড়া আর বন্ধুত্বের জোরেই শেষ পর্যন্ত দৃশ্যটি সফলভাবে শুট করা সম্ভব হয়েছিল।

Advertisement
বিছানায় ঘনিষ্ঠ দৃশ্যের আগে নার্ভাস ছিলেন ইরফান, যেভাবে রাজি করালেন নায়িকা
হাইলাইটস
  • ভারতীয় বিনোদন জগতের অন্যতম শক্তিশালী অভিনেত্রী দিব্যা দত্ত।
  • দীর্ঘ অভিনয়জীবনে বহু স্মরণীয় চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি।

ভারতীয় বিনোদন জগতের অন্যতম শক্তিশালী অভিনেত্রী দিব্যা দত্ত। দীর্ঘ অভিনয়জীবনে বহু স্মরণীয় চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অতীতের কাজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের কথা অকপটে ভাগ করে নিলেন তিনি।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যা দত্ত জানান, আজকের মতো তখন ঘনিষ্ঠতা সমন্বয়কারী (Intimacy Coordinator) থাকত না। ফলে রোমান্টিক বা শয্যাদৃশ্যের আগে অভিনেতা-অভিনেত্রীদের মানসিক প্রস্তুতিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনই এক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উঠে আসে ইরফান খানের নাম।

দিব্যা জানান, ছবির সেই দৃশ্যটি ছিল এক নিঃসন্তান দম্পতির আবেগঘন মুহূর্তের। দু’জনেই কাঁদছেন, সেই কান্নার মধ্যেই ঘনিষ্ঠতা, দৃশ্যটি ছিল সংবেদনশীল ও গভীর আবেগে ভরা। তিনি বলেন, 'আমি নিজেও খুব নার্ভাস ছিলাম। দৃশ্যটি সুন্দর, কিন্তু মানসিকভাবে কঠিন। সেটে তখন অর্ধেক বিদেশি টিম, অর্ধেক আমাদের লোক। সবাই নিখুঁত শটের জন্য প্রস্তুত, অথচ আমাদের কোনও ঘনিষ্ঠতা নির্দেশক ছিল না।'

দৃশ্যের আগে নিজের অস্বস্তির কথা বলতে গিয়ে দিব্যা জানান, তিনি জানতে চেয়েছিলেন ইরফান কোথায়। পরিচালক জানান, ইরফান ছাদে একা বসে আছেন, এবং তিনিও ভীষণ নার্ভাস। দিব্যা বলেন, 'আমি ওঁর কাছে গিয়ে বলি, এটা শুধু একটি দৃশ্য, এর বেশি কিছু নয়। আমাদের কাজ আবেগটা ঠিকভাবে তুলে ধরা। একে অপরের ওপর ভরসা রাখাটাই সবচেয়ে জরুরি।'

দিব্যার কথায়, একজন অভিনেতার দায়িত্ব শুধু নিজের অভিনয় নয়, সহ-অভিনেতাকে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য দেওয়াও। সেই পারস্পরিক বোঝাপড়া আর বন্ধুত্বের জোরেই শেষ পর্যন্ত দৃশ্যটি সফলভাবে শুট করা সম্ভব হয়েছিল।

উল্লেখ্য, ইরফান খান ও দিব্যা দত্ত একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাকমেইল’ ছবিতে তাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় ফের একবার দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।

 

POST A COMMENT
Advertisement