Tollywood Actor: ভেজা শরীরে সূর্য প্রণাম, চিনতে পারছেন টলিপাড়ার এই নায়ককে?

Tollywood Actor: সুইমিং পুলের জল থেকে ভেজা শরীরে উঠলেন সুঠাম দেহের এক পুরুষ। ভক্তি ভরে সূর্য প্রণাম করলেন। তারপর একটু জল নিয়ে খেলা, সাঁতার কাটলেন, জলেই কিছুটা নেচে নিলেন। এই ব্যক্তি টলিপাড়ার জনপ্রিয় এক অভিনেতা। যিনি সিনেমা ও সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন।

Advertisement
ভেজা শরীরে সূর্য প্রণাম, চিনতে পারছেন টলিপাড়ার এই নায়ককে?চিনতে পারছেন এই নায়ককে?
হাইলাইটস
  • এই ব্যক্তি টলিপাড়ার জনপ্রিয় এক অভিনেতা।

সুইমিং পুলের জল থেকে ভেজা শরীরে উঠলেন সুঠাম দেহের এক পুরুষ। ভক্তি ভরে সূর্য প্রণাম করলেন। তারপর একটু জল নিয়ে খেলা, সাঁতার কাটলেন, জলেই কিছুটা নেচে নিলেন। এই ব্যক্তি টলিপাড়ার জনপ্রিয় এক অভিনেতা। যিনি সিনেমা ও সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন। এই নায়ককে নিয়ে বিতর্ক কম নেই। সম্প্রতি তাঁরই পুলে স্নান করার ভিডিও ভাইরাল হয়েছে। চিনতে পারছেন টলিপাড়ার এই নায়ককে?

সিরিয়াল থেকেই এই নায়কের কেরিয়ার শুরু। তবে এখন বড়পর্দাতেও তাঁর অভিনয় দারুণভাবে প্রশংসিত। এই নায়ক এই বছরেই কামব্যাক করেছেন ছোটপর্দায়। বিপরীতে আরও এক জনপ্রিয় নায়িকা। কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন এই নায়ক। ভর্তি ছিলেন হাসপাতালেও। তাঁর চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। তবে এখন সুস্থ হয়ে ফিরে এসেছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কার কথা বলা হচ্ছে। ইনি হলেন জিতু কমল। যিনি সর্বদাই কোনও না কোনও বিষয়ে আলোচনার কেন্দ্রে থাকেন। 

কদিন আগেই জিতু অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্রাবন্তীর সঙ্গে একটি সিনেমার শ্যুটিং চলাকালীন অসুস্থ হন নায়ক। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে জিতুকে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যাচ্ছে। এই সিরিয়ালটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয় একটি সিরিয়াল। সম্প্রতি দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ঠান্ডা লড়াইও হয় জিতুর। তবে বরাবরই শান্তিপ্রিয় মানুষ তিনি, তাই খুব শান্তভাবেই এই পরিস্থিতিও সামলে নেন তিনি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় জিতু। নিজের ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবনের ছোট ছোট মুহূর্তগুলিকে তুলে ধরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। ব্যক্তিগত জীবন চড়াই-উৎরাইয়ে ভরপুর নায়কের। স্ত্রী নবনীতা দাসের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর আপাতত সিঙ্গলই রয়েছেন তিনি। মাঝে মধ্যে তাঁর ব্যক্তিগত বিষয় চর্চার বিষয় হলেও সেগুলো নিয়ে খুব একটা ভাবিত হন না তিনি। এখন শুধু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পালা। তারপরই শ্যুটুং ফ্লোরে ফিরবেন নায়ক।    

Advertisement

POST A COMMENT
Advertisement