Dona Ganguly: প্রথমবার পুরুষ চরিত্রে মঞ্চে, এবার 'তাসের দেশ'-র রাজপুত্র ডোনা

Dona Ganguly Performance: প্রথমবার পুরুষ চরিত্রে মঞ্চে দেখা যাবে শিল্পীকে। এবার ডোনা ও তাঁর নাচের একাডেমি দীক্ষামঞ্জরীর ছাত্র- ছাত্রীরা পারফর্ম করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক 'তাসের দেশ'। 

Advertisement
প্রথমবার পুরুষ চরিত্রে মঞ্চে, এবার 'তাসের দেশ'-র রাজপুত্র ডোনা ডোনা গঙ্গোপাধ্যায় (ছবি: ফেসবুক)

ফের চমক দিতে চলেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। প্রথমবার পুরুষ চরিত্রে মঞ্চে দেখা যাবে শিল্পীকে। এবার ডোনা ও তাঁর নাচের একাডেমি দীক্ষামঞ্জরীর ছাত্র- ছাত্রীরা পারফর্ম করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক 'তাসের দেশ'। 

আগামী ২১ ও ২২ জানুয়ারি, কলকাতার জি.ডি.বিড়লা সভাঘর ও রবীন্দ্রসদনে সন্ধ্যা ৬:৩০ থেকে দীক্ষামঞ্জরী এবং দক্ষিণায়ণ ইউকে-এর যৌথ প্রয়াসে 'তাসের দেশ' পরিবেশিত হবে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ গুপ্ত। নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় পত্নী। 

Dona Ganguly famous odissi dancer

'তাসের দেশ'-র রাজপুত্রের ভূমিকায় দেখা যাবে ডোনাকে। এর আগে কখনও কোনও পুরুষ চরিত্রে অভিনয় করেননি তিনি। অন্যদিকে, সওদাগর পুত্রের ভূমিকায় দেখা যাবে রঘুনাথ দাসকে। 

প্রথমদিন রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তণ দক্ষিণীর বর্ষব্যাপী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে জি.ডি.বিড়লা সভাঘরে এবং পরের দিন,'তাসের দেশ' মঞ্চস্থ হবে ভারতীয় বিদ্যা ভবনের উদ্যোগে রবীন্দ্রসদনে। এই মুহূর্তে, গানের দলের সঙ্গে নাচের দল মিলে  জোর কদমে চলছে মহড়া। 

 

Dona Ganguly famous odissi dancer

ডোনা গঙ্গোপাধ্যায় জানালেন, "তাসের দেশ এই প্রথমবার করছি। এই প্রথম কোনও পুরুষ চরিত্রে মঞ্চে আসব, রাজপুত্রের ভূমিকায়। জোর কদমে মহড়া চলছে।" আনন্দ গুপ্ত জানালেন, "এবার সব মিলিয়ে অনেক বড় দল। 'তাসের দেশ'- এ চরিত্র অনেকগুলো। গানের দলেও অনেকে আছেন। আশা করছি সবার এই প্রযোজনা ভাল লাগবে।"

 

Dona Ganguly famous odissi dancer

প্রসঙ্গত, এর আগে রবীন্দ্রনাথের 'মায়ার খেলা', রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার গান নিয়ে 'মৃত্যু আঘাত লাগে প্রাণে', পরিবেশিত হয়েছিল দীক্ষামঞ্জরী এবং দক্ষিণায়ণ ইউকে-এর যৌথ প্রয়াসে।
 

POST A COMMENT
Advertisement