Mahalaya 2025: আলতা পরা দুটি হাত, শুরু মহালয়ার শ্যুটিং, দুর্গারূপে দেখা যাবে কোন নায়িকাকে?

Mahalaya 2025: পুজো আসতে হাতে গোনা আর কয়েকটি দিনই বাকি। চ্যানেলে চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই স্টার জলসা মহিষাসুরমর্দিনীর প্রথম ঝলক সামনে এসেছে। আসলে মহালয়ার ভোর ছাড়া দুর্গাপুজো একেবারে অসম্পূর্ণ। আর মহালয়ার ভোর এখন শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’ শোনা নয়, চ্যানেলে চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানও দর্শকদের ভীষণ প্রিয়।

Advertisement
আলতা পরা দুটি হাত, শুরু মহালয়ার শ্যুটিং, দুর্গারূপে দেখা যাবে কোন নায়িকাকে?দেবী দুর্গারূপে দেখা যাবে কোন টলি নায়িকাকে?
হাইলাইটস
  • পুজো আসতে হাতে গোনা আর কয়েকটি দিনই বাকি।

পুজো আসতে হাতে গোনা আর কয়েকটি দিনই বাকি। চ্যানেলে চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই স্টার জলসা মহিষাসুরমর্দিনীর প্রথম ঝলক সামনে এসেছে। আসলে মহালয়ার ভোর ছাড়া দুর্গাপুজো একেবারে অসম্পূর্ণ। আর মহালয়ার ভোর এখন শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’ শোনা নয়, চ্যানেলে চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানও দর্শকদের ভীষণ প্রিয়। দেবী দুর্গা কে হচ্ছেন তা নিয়ে কৌতুহল বরাবরই থাকে সকলের। এই বছরও সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সেই জল্পনার অবসান হল শীঘ্রই। টলি নায়িকা জানিয়ে দিলেন এই বছর সেই হচ্ছেন স্টার জলসার মহিষাসুরমর্দিনী। 

গত বেশ কয়েক বছর ধরে কোয়েল মল্লিক স্টার জলসায় দেবী দুর্গা রূপে ধরা দিচ্ছেন। এই বছরও ব্যতিক্রম নয়। কোয়েল এই বছরও স্টার জলসায় 'মহিষাসুরমর্দিনী' হচ্ছেন। ইতিমধ্যেই শ্যুটিংয়ের ঝলক সামনে এনেছেন টলি কুইন। আলতা পরা দুটো হাত ও পায়ের ছবি দিয়ে কোয়েল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, মহালয়া শ্যুট। হ্যাশট্যাগ দিয়ে লেখেন স্টার জলসা। আর এর থেকেই স্পষ্ট যে এই বছরও কোয়েল মল্লিককে দেবী দুর্গা রূপেই অসুর নিধন করতে দেখা যাবে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অন্যদিকে, এবার মহালয়ার ভোরে স্টার জলসায় ভগবান শিবের ভূমিকায় দেখা যাবে ‘পরশুরাম’ অর্থাৎ ইন্দ্রজিৎ বসুকে। তাছাড়াও প্রতিবারের মতো এবছরও মেগার নায়িকাদের দেবীর নানা রূপে দেখা যাবে। এই নিয়ে পরপর বেশ কয়েক বছর মিতিন মাসীকে দেখা গেল দেবী দুর্গারূপে। স্টার জলসা ছাড়া জি বাংলাতেও কোয়েল মহিষাসুরমর্দিনী হয়েছেন। ২০১৫-য় জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে কোয়েলের ‘মা দুর্গা’ রূপ প্রশংসিত হয়েছিল।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এরপর ২০১৭ সালে স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘দুর্গা দুর্গতিনাশিনী’তেও দুর্গা সেজেছিলেন কোয়েল। ২০১৮ এবং ২০১৯, ২০২১ সালেও মহালয়াতে দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। ২০২৩ ও ২০২৪ সালেও কোয়েল স্টার জলসায় দেবী দুর্গা সাজেন। কোয়েলের পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও বেশ কিছু বছর ধরে মা দুর্গার ভূমিকায় দেখা গিয়েছে। পঞ্জিকা মতে, এবছর দেবীর আগমন হবে গজে। আর সেই ছোঁয়াই পাওয়া গেল স্টার জলসা ‘মহিষাসুরমর্দিনী’র প্রথম প্রোমোয়। 'মাতৃরূপেণ সংস্থিতা' আসছে মহালয়ার ভোরে। যেখানে কোয়েলকে ফের মা দুর্গা রূপে দেখা যাবে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement