Sudipa Chatterjee: কণীনিকার 'রান্নাঘর'-এর এক বছর, 'নতুনত্ব কিছু নেই', পুরনো শো নিয়ে কী বললেন সুদীপা?

সুদীপা চট্টোপাধ্যায় নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 'রান্নাঘর' শোটি। একসময় এই রান্নাঘর অনুষ্ঠানটি দাপটের সঙ্গে সামলাতেন সুদীপা। সাধারণ গৃহবধূ থেকে তারকাদের সমাবেশ ঘটত সেই শোয়ে। তবে ২০২২ সালে সেই 'রান্নাঘর'-এর পথচলা থামে। দীর্ঘ ২ বছর পর ফের যখন এই শো শুরু হওয়ার ঘোষণা করা হয়, তখন অনেকেই মনে করেছিলেন যে আবার হয়তো সুদীপাকে ফিরিয়ে আনা হবে।

Advertisement
কণীনিকার 'রান্নাঘর'-এর এক বছর, 'নতুনত্ব কিছু নেই', পুরনো শো নিয়ে কী বললেন সুদীপা?  কণীনিকা-সুদীপা
হাইলাইটস
  • সুদীপা চট্টোপাধ্যায় নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 'রান্নাঘর' শোটি।

সুদীপা চট্টোপাধ্যায় নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 'রান্নাঘর' শোটি। একসময় এই রান্নাঘর অনুষ্ঠানটি দাপটের সঙ্গে সামলাতেন সুদীপা। সাধারণ গৃহবধূ থেকে তারকাদের সমাবেশ ঘটত সেই শোয়ে। তবে ২০২২ সালে সেই 'রান্নাঘর'-এর পথচলা থামে। দীর্ঘ ২ বছর পর ফের যখন এই শো শুরু হওয়ার ঘোষণা করা হয়, তখন অনেকেই মনে করেছিলেন যে আবার হয়তো সুদীপাকে ফিরিয়ে আনা হবে। কিন্তু না, সুদীপার বদলে নতুন রান্নাঘর-এর দায়িত্ব দেওয়া হয় কণীনিকা বন্দ্যোপাধ্যায়কে। সদ্য জি বাংলার রান্নাঘর এক বছরে পা দিল। আর এরই মাঝে সুদীপা জানালেন তাঁর মনের অবস্থা এখন ঠিক কেমন। 

একটা সময় 'রান্নাঘর'-এ রাজ করতেন সুদীপা। কিন্তু মজার বিষয় হল এখন আর তাঁকে এই শো সেভাবে আকর্ষণ করে না। নিয়মিতভাবে এই শো দেখা হয় না সুদীপার। এক সংবাদমাধ্যমকে রান্নাঘর-এর প্রাক্তন সঞ্চালিকা বলেন যে তাঁকে হয়তো কিছু মানুষ ভুল বুঝবেন। আসলে এই অনুষ্ঠান আর সুদীপাকে আকর্ষণ করে না। যদিও এক বছর আগে এই শো যখন শুরু হয়েছিল তখন সুদীপা ও কণীনিকার মধ্যে ঠান্ডা লড়াই দেখা গিয়েছিল। কিন্তু পরে তাঁরা নিজেদের মধ্যে সবটা মিটিয়ে নেন। 

সুদীপা এখন নিজের ইউটিউব চ্যানেলের শো নিয়ে ব্যস্ত। এছাড়াও সংসার, ছেলে সবটা নিয়েই দিব্যি চলে যাচ্ছে তাঁর। সুদীপা জানিয়েছেন যে নতুন রান্নাঘর-এর অনুষ্ঠানে সেরকম নতুনত্ব কিছু পান না আর। তবে এটা তাঁর একান্তই ব্যক্তিগত মতামত। প্রসঙ্গত, কণীনিকা সঞ্চালিত রান্নাঘর শোটিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নতুন ও দেশ-বিদেশের হরেক রান্নার পাশাপাশি সাবেকি ও পুরনো রান্নাও শেখানো হয় এখানে। কণীনিকাও খুব সুন্দরভাবে শোটি সঞ্চালনাও করছেন। 

জি বাংলার তো বটেই গোটা বাংলার মধ্যে অন্যতম পুরোনো এবং দীর্ঘদিন ধরে চলে আসা কুকারি শো ছিল রান্নাঘর। ২০২২ সালের ৩০ ডিসেম্বর পথচলা থামে এই শোয়ের। দীর্ঘ ১৭ বছর ধরে চলেছিল রান্নার এই শোটি। যেখানে সঞ্চালিকা হিসাবে দেখা গিয়েছিল সুদীপাকে। এরপর যখন নতুন রান্নাঘর-এর প্রোমো সামনে এল তখন অনেকেই ভেবেছিলেন কামব্যাক করবেন সুদীপা। কিন্তু সেইসব জল্পনায় জল ঢেলে দিয়ে কণীনিকা আসেন এই শোয়ের সঞ্চালিকা হিসাবে।    

Advertisement

POST A COMMENT
Advertisement