Aryan Khan: রিল-রিয়েল মিলিয়েছেন আরিয়ান? মামলা ঠুকলেন মাদককাণ্ডের সেই তদন্তকারী

Aryan Khan: বলিউডে পরিচালক হিসাবে সবেমাত্র ডেবিউ করেছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। নেটফ্লিক্সে তাঁর সিরিজ The Ba*ds of Bollywood দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। আর এরই মধ্যে ফের পুরনো অশান্তির জেরে বিপাকে পড়তে হল শাহরুখ-পুত্রকে।

Advertisement
রিল-রিয়েল মিলিয়েছেন আরিয়ান? মামলা ঠুকলেন মাদককাণ্ডের সেই তদন্তকারীআরিয়ান খান-সমীর ওয়াংখেড়ে
হাইলাইটস
  • বলিউডে পরিচালক হিসাবে সবেমাত্র ডেবিউ করেছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।

বলিউডে পরিচালক হিসাবে সবেমাত্র ডেবিউ করেছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। নেটফ্লিক্সে তাঁর সিরিজ 'The Ba*ds of Bollywood' দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। আর এরই মধ্যে ফের পুরনো অশান্তির জেরে বিপাকে পড়তে হল শাহরুখ-পুত্রকে। প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা করলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-র মুম্বই জোনের প্রধান অফিসার সমীর ওয়াংখেড়ে। ওয়াংখেড়ের আইনজীবী জানিয়েছেন যে, আরিয়ান তাঁর সিরিজে ওয়াংখেড়ের মতো হুবহু একজন ব্যক্তিকে দেখিয়েছেন এবং সিরিজে এই চরিত্রটির মাধ্যমে ওয়াংখেড়েকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করা হয়েছে। শুধু তাই নয়, এই সিরিজে সমীর ওয়াংখেড়ে ও তাঁর পরিবারের প্রতি অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। সমীর ওয়াংখেড়েকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে। আইনজীবী আদালতে দাবি জানিয়েছেন যে এই অংশটি যাতে এই শো থেকে বাদ দেওয়া হয়।

এই মামলার মূল বিষয় হল, আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ “The Ba*ds of Bollywood”, যা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ওয়াংখেড়ের অভিযোগ, এই সিরিজে তাঁকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করা হয়েছে এবং আইন পরিসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগকে খাটো করে দেখানো হয়েছে। তাঁর মতে, এই ধরনের গল্প উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি খারাপ মনোভাব তৈরি করতে পারে। তাঁর দাবি, সিরিজটির এক দৃশ্যে সত্যমেব জয়তে সংলাপ উচ্চারণের পর একটি অশ্লীল ইঙ্গিত দেখানো হয়, যা তাঁর মতে জাতীয় সম্মান আইন, ১৯৭১ অনুসারে গুরুতর অপরাধ। এক বিবৃতিতে ওয়াংখেড়ে বলেন, “এই সিরিজের মাধ্যমে শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই হয়নি, বরং মাদকবিরোধী সংস্থাগুলোর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। বিশেষত যখন আমার ও আরিয়ান খানের মামলাগুলি এখনও বিচারাধীন, তখন এই ধরনের কনটেন্ট আইনগত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক ও অনুচিত। ক্ষতিপূরণ বাবদ তিনি দাবি করেছেন ২ কোটি টাকা।

“মানহানির ক্ষতিপূরণ ক্যানসার রোগীদের জন্য দান হোক” — দাবি করলেন সমীর ওয়াংখেড়ে। তিনি জানিয়েছেন, আদালত যদি তাঁর পক্ষে রায় দেয়, তাহলে ওই ২ কোটি টাকার ক্ষতিপূরণ তিনি ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হাসপাতালে দান করবেন । তিনি বলেন, “এই অফিসাররা নিজেদের জীবনকে বিপন্ন করে সমাজকে রক্ষা করেন। তাঁদের নিয়ে এমন উপহাস মেনে নেওয়া যায় না।”

Advertisement

দিল্লি হাই কোর্টে দায়ের হওয়া এই মামলায় ওয়াংখেড়ে আবেদন করেছেন, যাতে এই সিরিজের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও করেছেন তিনি। এখন দেখার, আদালত এই বিষয়ে কী রায় দেয় এবং বলিউডে এর কী প্রভাব পড়ে। যদিও বিষয় নিয়ে এখনও পর্যন্ত রেড চিলিস 

POST A COMMENT
Advertisement