
ধৃত রূপা দত্তসম্প্রতি চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী রূপা দত্ত। পোস্তায় এক মহিলার ব্যাগ থেকে সোনার গয়না চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বছর ৩ আগে বইমেলা থেকেও পকেটমারির অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। টলিপাড়ার বেশ পরিচিত মুখ রূপা। অঙ্কুশের বিপরীতে অভিনয়ও করেছেন নায়িকা হিসাবে। কিন্তু কেন অভিনয় পেশা ছেড়ে এই চুরি-চামারি করছেন নায়িকা?
২০১০ সালে পরিচালক পীযূষ সাহার ছবি কেল্লাফতে মুক্তি পায়। যেখানে নবাগত অঙ্কুশ হাজরা ও নবাগতা রূপা দত্তকে দেখা যায়। সমুদ্রের জলে অঙ্কুশ ও রূপার রোম্যান্স দর্শকদের সেই সময় মুগ্ধ করেছিল। এরপর টুকটাক অভিনয়ের কাজও করতেন রূপা। হঠাৎই তিনি ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে কেপমারি করতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েন তিনি। সেই সময় জেল হয়েছিল তাঁর। তবে এরপর তিনি জামিনে মুক্তি পেয়ে ফের একই ধরনের কাজ করতে শুরু করেন।

বেলতলা গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা রূপার। তারপর যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক। অভিনয়ের আগ্রহ ছিল তাঁর। কিন্তু টেলিউডে সেভাবে নাম করতে পারেননি অভিনেত্রী রূপা দত্ত। পাড়ি দিয়েছিলেন মুম্বই। কিন্তু একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। রূপা দত্ত সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ। তাঁর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, তিনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। এক জন নৃত্যশিল্পীও। রূপা দত্তের নিজস্ব অ্যাক্টিং অ্যাকাডেমিও রয়েছে। টেলিউডে সেভাবে তাঁর কাজ চোখে পড়েনি।

কেল্লাফতে সিনেমার পর কয়েকটি ছোটো সিরিয়ালে পার্শ্ব চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন। মুম্বইতে গিয়ে বৈষ্ণব দেবী সিরিয়ালের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান রূপা। জড়িয়েছিলেন বেশ কিছু বিতর্কেও। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধেও যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ তুলেছিলেন তিনি। পরে অবশ্য জানা যায়, যে ব্যক্তি তাঁর সঙ্গে বার্তা বিনিময় করছিলেন, তিনি প্রকৃত অনুরাগ কাশ্যপ নন। তবে কেন রূপা বারংবার চুরি-পকেটমারির মতো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর ব্রেবোন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হয় ২০ গ্রামের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রামের সোনার নেকলেসের লকেট, ১৩ গ্রাম এবং ৯ গ্রামের দুটি সোনার ব্রেসলেট। সব মিলিয়ে প্রায় ৬২.৯৫ গ্রাম সোনা উদ্ধার করা হয় অভিনেত্রীর বাড়ি থেকে।