Debchandrima Singha Roy: কমলা বিকিনিতে সি-বিচে দেবচন্দ্রিমা, পারদ চড়ল নেট দুনিয়ায়

Debchandrima Singha Roy: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিনহা রায়। তাঁর অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। তাঁর শেষ অভিনীত সিরিয়াল সাহেবের চিঠি-তে তাঁর মিষ্টি অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।

Advertisement
কমলা বিকিনিতে সি-বিচে দেবচন্দ্রিমা, পারদ চড়ল নেট দুনিয়ায়দেবচন্দ্রিমা সিংহ রায়
হাইলাইটস
  • ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিনহা রায়। তাঁর অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের।
  • তাঁর শেষ অভিনীত সিরিয়াল সাহেবের চিঠি-তে তাঁর মিষ্টি অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিনহা রায়। তাঁর অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। তাঁর শেষ অভিনীত সিরিয়াল সাহেবের চিঠি-তে তাঁর মিষ্টি অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। টুকটুক করে বড়পর্দাতেও অভিনয় করছেন অভিনেত্রী। কিশমিশ ও পরিণীতা ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। জিৎ-এর পরবর্তী ছবি বুমেরাং-এও অভিনয় করবেন দেবচন্দ্রিমা। কেরিয়ার এখন মাঝ আকাশেই বলা চলে। আর তারই মাঝে সমুদ্রের ধারে সাহসী অবতারে ধরা দিলেন অভিনেত্রী। 

দেবচন্দ্রিমা এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সি বিচে একেবারে ভ্যাকেশন মুডে রয়েছেন। সি-বিচে কমলা বিকিনিতে নজর কেড়েছেন অভিনেত্রী। বেশ কিছু ছবির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। নীল সমুদ্রের গা ঘেঁষে কমলা বিকিনি পরে হেঁটে চলেছেন অভিনেত্রী। সমুদ্রের ধারে বসেও কিছু ছবিও শেয়ার করেছেন। যেখানে তাঁর মেদহীন উরু নজর কেড়েছে নেটিজেনদের। সোশ্যালে এই ছবি শেয়ার করতেই তা নিমিষে ভাইরাল হয়ে যায়। 

দেবচন্দ্রিমা এই ছবি পোস্ট করতেই লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও দেবচন্দ্রিমা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তাঁর সাহসী ছবি পোস্ট করেছেন। যেটা নিমিষে ভাইরাল হয়। সাঁঝবাতি ধারাবাহিকে অভিনয় করে প্রতিটি দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন দেবচন্দ্রিমা। এরপর সাহেবের চিঠি-তে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। 

অভিনেত্রীর সম্পর্ক নিয়েও বিতর্কের শেষ নেই। প্রথমে অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে দেবচন্দ্রিমার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাঁঝেরবাতি ধারাবাহিকের সহ-অভিনেতা রিজওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকে না। এখন আপাতত সিঙ্গল লাইফ কাটাচ্ছেন অভিনেত্রী। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Debchandrima❣️ (@debchandrima_official)

Advertisement

তবে দেবচন্দ্রিমার লাক্সারিয়াস লাইফ ও প্রায়ই বিদেশে ভ্যাকেশন যাওয়া নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। দুবাই থেকে মলদ্বীপ অথবা গোয়ায় জন্মদিন পালন সবকিছু নিয়েই কটাক্ষের মুখে পড়েছিলেন দেবচন্দ্রিমা। যদিও এইসব কিছু নিয়ে ভাবতে রাজি নন অভিনেত্রী। নিজের অভিনয় নিয়ে যতই ব্যস্ত থাকুক অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণভাবে সক্রিয়। তা তাঁর ইনস্টা হ্যান্ডেল দেখলেই বোঝা যায়।   

      

POST A COMMENT
Advertisement