Stylist Sandy Ghosal: ব্রেন টিবিতে আক্রান্ত, টলিউডের নামী স্টাইলিস্ট স্যান্ডির পাশে আজ কেউ নেই

টলিপাড়ায় তিনি স্যান্ডি নামেই পরিচিত। একটা সময় ইন্ডাস্ট্রির এই স্টাইলিস্টের সোশ্যাল মিডিয়ায় টলিউডের খ্যাতনামা নায়িকাদের সঙ্গে একের পর এক ছবি থাকত। ঋতাভরী থেকে মিমি চক্রবর্তী কিংবা শ্রাবন্তী-পায়েল সকলের সঙ্গেই কাজ করেছেন স্যান্ডি তথা সন্দীপন ঘোষাল।

Advertisement
ব্রেন টিবিতে আক্রান্ত, টলিউডের নামী স্টাইলিস্ট স্যান্ডির পাশে আজ কেউ নেইব্রেন টিবিতে আক্রান্ত স্যান্ডি
হাইলাইটস
  • টলিপাড়ায় তিনি স্যান্ডি নামেই পরিচিত।

টলিপাড়ায় তিনি স্যান্ডি নামেই পরিচিত। একটা সময় ইন্ডাস্ট্রির এই স্টাইলিস্টের সোশ্যাল মিডিয়ায় টলিউডের খ্যাতনামা নায়িকাদের সঙ্গে একের পর এক ছবি থাকত। ঋতাভরী থেকে মিমি চক্রবর্তী কিংবা শ্রাবন্তী-পায়েল সকলের সঙ্গেই কাজ করেছেন স্যান্ডি তথা সন্দীপন ঘোষাল। তিনি ঠিক করে দিতেন অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা ফটোশ্যুটে নায়িকারা ঠিক কোন পোশাক পরলে, সকলের দৃষ্টি আকর্ষণ করবেন। কিন্তু আচমকাই সেই স্যান্ডির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সময় যত এগিয়েছে টলিপাড়ার নায়িকারাও তাঁদের স্টাইলিস্ট বদলে নিয়েছেন। কিন্তু কোথায় হারিয়ে গেলেন সন্দীপন ওরফে স্যান্ডি?

স্যান্ডি ওরফে সন্দীপন কোথায় তা নিয়ে টলিপাড়ার মাথাব্যথা না থাকলেও, কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে হইচই। স্যান্ডির দীর্ঘদিনের এক বন্ধুই তাঁর অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন। মানসির রোগের শিকার স্যান্ডি। সেই বন্ধু জানিয়েছেন স্যান্ডি ব্রেইন টিউবারকিউলোসিস নামে রোগে আক্রান্ত। যেটি ব্রেইন টিবি নামেও পরিচিত। সেই বন্ধুর পোস্ট করা লেখা থেকে জানা যায় যে এই রোগে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কেউ কেউ মারা যায় আর কেউ মৃত্যুকে ছুঁয়ে ফিরে আসে। এটার পরবর্তী প্রভাব হল এপিলেপ্টিক অ্যাটাস আসে। বমি বমি ভাব হয় মাঝে মধ্যে, স্মৃতিশক্তি একেবারেই লোপ পায়। যার হয় সে বিভিন্ন টাইম জোনে ঘোরাফেরা করে। কখনও পুরনো স্মৃতি ফিরে আসে আবার কখনও বা কিছুই মনে পড়ে না। আর ঠিক এই অবস্থাতেই রয়েছেন স্যান্ডি তথা সন্দীপন। 

স্যান্ডির ছোটবেলার সেই বন্ধু সকলের কাছে হাতজোড় করে জানিয়েছেন তাঁর পাশে থাকার জন্য। তিনি ইন্ডাস্ট্রির মানুষদেরও একহাত নিতে ছাড়েননি। স্যান্ডির সেই বন্ধুর কথায়, সন্দীপনকে কোণঠাসা করে রেখে দিয়েছে ইন্ডাস্ট্রি। কেউই তাঁর খোঁজ খবর নেয় না। একই সঙ্গে তিনি হতবাক, স্যান্ডির সাফল্যের সময়ের ‘বন্ধু, বান্ধবী, ওর পেয়ারের ফোটোগ্রাফার, ওর পেয়ারের মেক আপ আর্টিস্ট, তৎকালীন বয়ফ্রেন্ড, ওর প্রিয় অভিনেত্রীর দল যাঁদের জন্য ও দিনরাত এক করে মাথা ঘামিয়ে দুর্দান্ত সব ডিজাইন করেছে আজ তাঁরা একটু একটু করে এগিয়ে আসুক ওঁর দিকে। বিয়াস নামের সেই বন্ধুর কথায় একমাত্র কোয়েল মল্লিক স্যান্ডির খোঁজ নিয়েছেন। স্যান্ডিকে দিয়েই বিয়াস তাঁর কাছের লোকজনদের ফোন করিয়েছিলেন। কেউ ওঁর ফোন তোলেননি আবার কেউ কেউ ব্লকও করে দিয়েছেন। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

সন্দীপন ব্রেইন টিবিতে আক্রান্ত হয়ে স্মৃতিশক্তি হারিয়েছেন। ২০০৬ সালের পর তাঁর জীবনে ঘটা কোনও ঘটনাই আজ আর মনে পড়ে না স্যান্ডির। নিজের সাফল্যের সময়টাই মেমোরি থেকে ডিলিট হয়ে গিয়েছে। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান থেকে শুরু করে ছোটপর্দার নামীদামী নায়িকাদের নিজের হাতে সাজিয়েছেন স্যান্ডি। গত মাসে অবশ্য স্যান্ডির জন্মদিনে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। পৌঁছেছিলেন ডিজাইনার অভিষেক রায়ও। 

POST A COMMENT
Advertisement