Spicy Tollywood Gossip: দু'জনেই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, কেমন হল টলিউডের প্রথম সমকামী বিয়ে?

টলিপাড়ায় কখন কী ঘটে তা বলা বড় মুশকিল। কে কার সঙ্গে বিয়ে করছে আবার কে পরকীয়ায় জড়িয়েছে, হামেশাই এ ধরনের খবর শোনা যায় ইন্ডাস্ট্রিতে। তবে গত বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় যে বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে, তা হল সমকামী বিয়ে।

Advertisement
দু'জনেই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, কেমন হল টলিউডের প্রথম সমকামী বিয়ে?টলিপাড়ার প্রথম সমকামী বিয়ে
হাইলাইটস
  • কখনই সেই অভিনেত্রী নিজের সমকামিতার বিষয়ে কাউকে বুঝতে দেননি।

টলিপাড়ায় কখন কী ঘটে তা বলা বড় মুশকিল। কে কার সঙ্গে বিয়ে করছে আবার কে পরকীয়ায় জড়িয়েছে, হামেশাই এ ধরনের খবর শোনা যায় ইন্ডাস্ট্রিতে। তবে গত বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় যে বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে, তা হল সমকামী বিয়ে। টলিপাড়ায় পরকীয়া, ডিভোর্স, অন্য তারকার স্বামীর সঙ্গে ওই অভিনেত্রীর প্রেম, এইসব শোনা গেলেও সমকামী বিয়ে বা ইন্ডাস্ট্রিতে সমকামী প্রেমের কথা এর আগে কখনও শোনা যায়নি। তবে এই সাহসী পদক্ষেপ নিয়ে টেলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রী। যিনি একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন। 

কখনই সেই অভিনেত্রী নিজের সমকামিতার বিষয়ে কাউকে বুঝতে দেননি। তবে তিনি যে লেসবিয়ান, তা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। এই অভিনেত্রীকে দর্শকেরা এখন একটি জনপ্রিয় সিরিয়ালে দেখছেন। তিনি মা অথবা জা কিংবা ননদের চরিত্রে অভিনয় করেন বেশিরভাগ। বাস্তব জীবনে তিনি বেশ প্রাণবন্ত এবং আধুনিক মনোভাবাপন্ন। সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করতে দেখা যায় তাঁকে। তিনি যাঁকে বিয়ে করেছেন তিনিও অভিনেত্রী। কিছুদিন আগে দেখা গিয়েছিল একটি ধারাবাহিকে। পরে বড়পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করলেও সেই ছবি প্রত্যাশিত সাফল্য পায়নি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পরিচিত মডেল হিসেবেও কাজ করেন।

সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কোনও ছবি নেই। শুধু একে-অপরের পোস্টে ভালবাসার প্রতিক্রিয়া দিতে দেখা যায়। সূত্রের খবর, বিয়ের আয়োজন ছিল অত্যন্ত সীমিত পরিসরে। আমন্ত্রিত অতিথির সংখ্যা নাকি একশোরও কম। এমনকী সেই বিয়েতে ছবি তোলাও নিষিদ্ধ ছিল কঠোরভাবে। নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেননি তাঁরা। কারণ একটাই, সমাজের নীতিপুলিশি আর অকারণ ট্রোলিং। সমকামী প্রেম বা বিয়ে নিয়ে এখনও ট্যাবু রয়েছে সমাজে। আর তাই এই গোপনীয়তা। জানা যাচ্ছে, ওই বিয়েতে হাজির ছিলেন টলিপাড়ার আরও লেসবিয়ান কাপল, জনপ্রিয় লেখিকা-পরিচালক সহ আরও অনেকেই।

যতই গোপনীয়তা থাক না কেন, সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ে নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। যদিও এইসব দেখেও স্পিকটি নট এই নবদম্পতি। বরং নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন আর সঙ্গে কেরিয়ার। দেখা-সাক্ষাৎও হচ্ছে খুবই গোপনে, যাতে কাকপক্ষীতেও টের না পায়। আগামী দিনে তাঁরা এই সম্পর্ককে সামনে আনবেন কিনা তা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। 

Advertisement

  

POST A COMMENT
Advertisement