scorecardresearch
 

Gouri Elo: শেষ হল 'গৌরী এল', ঘোমটাকালীকে জড়িয়ে ধরে কান্না মোহনার, ভাইরাল ভিডিও

Gouri Elo: ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল গৌরী এল সিরিয়াল। প্রেম ও আধ্যাত্মিক বিষয়ের ওপর নির্ভর করে এই সিরিয়াল দর্শকদের বেশ পছন্দের তালিকাতেও ছিল। টিআরপি তালিকাতেও ভালোই চলছিল এই সিরিয়াল। কিন্তু যার শুরু আছে তার তো শেষও আছে। সুতরাং এই সিরিয়ালও অবশেষে শেষ হল।

গৌরী এল গৌরী এল
হাইলাইটস
  • ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল গৌরী এল সিরিয়াল। প্রেম ও আধ্যাত্মিক বিষয়ের ওপর নির্ভর করে এই সিরিয়াল দর্শকদের বেশ পছন্দের তালিকাতেও ছিল।

২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল গৌরী এল সিরিয়াল। প্রেম ও আধ্যাত্মিক বিষয়ের ওপর নির্ভর করে এই সিরিয়াল দর্শকদের বেশ পছন্দের তালিকাতেও ছিল। টিআরপি তালিকাতেও ভালোই চলছিল এই সিরিয়াল। কিন্তু যার শুরু আছে তার তো শেষও আছে। সুতরাং এই সিরিয়ালও অবশেষে শেষ হল। থামল গৌরী এল সিরিয়ালের পথচলা। আর শেষদিনের শ্যুটিং কেঁদে ভাসালেন সিরিয়ালের মুখ্য চরিত্রে থাকা গৌরী তথা মোহনা মাইতি। 

জুন মাস থেকেই বদলে গিয়েছিল চিত্রটা। পয়লা জুন ‘অনুরাগের ছোঁয়া’ আর ‘জগদ্ধাত্রী’র একচেটিয়া আধিপত্যে ভাগ বসিয়ে বেঙ্গল টপার হয়েছিল গৌরী এলো। আর সেদিনই চ্যানেলের তরফে বদলে দেওয়া হয়েছিল গৌরী-র স্লট। যার কারণ ছিল ফুলকি সিরিয়ালটি। নতুন সিরিয়াল ফুলকিকে প্রাইম টাইম দেওয়ার জন্যই গৌরী এল-কে সরিয়ে দেওয়া হয় ওই টাইম স্লট থেকে। অক্টোবরে ফের গৌরী এল-র স্লট বদল করানো হয়। অনেক আগে থেকেই যদিও শোনা যাচ্ছিল যে গৌরী এল সিরিয়াল এবার শেষ হওয়ার মুখে। নভেম্বরে অবশেষে চলে এল সেই দিন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AARUSH (@worldofaarush)

শেষদিনের শ্যুটিংয়ে এই সিরায়ালের সকল অভিনেতা-অভিনেত্রীদের চোখেই ছিল জল। তবে সবচেয়ে বেশি কাঁদতে দেখা গিয়েছিল মোহনাকে। ঘোমটা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে দেখা গেল গৌরী ওরফে মোহনা মাইতিকে। সামলানোই দায় হয়ে পড়েছিল। সহ-অভিনেত্রীকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে দেখা গেল ইশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। আসলে এই সিরিয়ালের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন মোহনা। 

ইনস্টায় গোটা টিমের সঙ্গে ছবি শেয়ার করে নিলেন মোহনা। সঙ্গে লিখলেন, ‘আজ ১বছর ৯মাস এর সফর শেষ হল।। প্রথম দিনের কথা খুব মনে পড়ে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, ভাবছিলাম কীভাবে করব, কীভাবে সংলাপ বলব, যদি ভুল হয় বকা দেন স্যার। কিন্তু সেদিন আমি পেরেছিলাম সবাই মনোবল দিয়েছিল বলে।’ সঙ্গে মোহনা এও জানান যে তিনি সবাইকে খুব মিস করবেন। সঙ্গে এও জানাতে ভুললেন না যে ঘোমটাকালীর জন্যই এই সিরিয়াল সফল হয়। তিনি ঘোমটাকালীর সঙ্গে রোজ দেখা করতে পারবেন না বলেও আক্ষেপ করেন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohana Maiti (@mohana_maiti)

এই সিরিয়ালে মোহনার বিপরীতে থাকা বিশ্বরূপ জানিয়েছেন যে তিনি কয়েকদিন এখন বিরতিতে থাকবেন। নতুন চরিত্রে নিজেকে নিয়ে যাওয়ার জন্য কিছুটা সময় দরকার। তাই এই সময়টা তিনি পুরুলিয়াতে কাটাবেন। মোহনা এখন অবশ্য একটু পড়াশোনায় মন দেবেন। কারণ তিনি এখনও স্কুলের গণ্ডী পার করেননি। তবে অনঅয় এক চ্যানেল থেকেও নাকি তাঁর কাছে নতুন সিরিয়ালের প্রস্তাব এসেছে। যদিও এখনই সে বিষয় নিয়ে কিছু বলতে চাননা অভিনেত্রী। 

আরও পড়ুন