Priya Marathe Passed Away: খারাপ খবর, মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত বিখ্যাত সিরিয়াল অভিনেত্রীর

Priya Marathe Passed Away: আবার বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী প্রিয়া মারাঠে। মাত্র ৩৮ বছর বয়সেই মারা গেলেন 'পবিত্র রিশতা' খ্যাত অভিনেত্রী। রবিবার সকালে মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৩৮ বছর বয়সি অভিনেত্রী।

Advertisement
খারাপ খবর, মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত বিখ্যাত সিরিয়াল অভিনেত্রীরপ্রয়াত প্রিয়া মারাঠে
হাইলাইটস
  • প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী প্রিয়া মারাঠে।

আবার বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী প্রিয়া মারাঠে। মাত্র ৩৮ বছর বয়সেই মারা গেলেন 'পবিত্র রিশতা' খ্যাত অভিনেত্রী। রবিবার সকালে মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৩৮ বছর বয়সি অভিনেত্রী। জানা গিয়েছে, গত এক বছর ধরে প্রিয়া ক্যান্সারে ভুগছিলেন। 

পরিবার সূত্রের খবর, গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। অভিনেত্রীর চিকিৎসা চলছিল। কিন্তু ক্যান্সারের কাছে অবশেষে হার মেনে রবিবার প্রয়াত হন প্রিয়া। গত কয়েক দিনে শারীরিক অবনতি হয়েছিল তাঁর। মুম্বইয়ের মীরা রোডের বাড়িতেই প্রয়াত হন প্রিয়া। 

পবিত্র রিশতা সিরিয়ালে অঙ্কিতা লোখান্ডওয়ালার বোনের চরিত্র বর্ষার ভূমিকায় অভিনয় করে প্রিয়া জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। ১৯৮৭ সালের ২৩ এপ্রিল জন্ম প্রিয়ার। তাঁর বেড়ে ওঠা এই মায়ানগরীতেই। পড়াশোনা শেষ করেই তিনি অভিনয় জগতে পা রাখেন। হিন্দি ও মারাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন প্রিয়া। শুধু তাই নয়, স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন তিনি। মারাঠি সিরিয়ালের পাশাপাশি বালাজি টেলি ফিল্মসের কসম সে সিরিয়ালে অভিনয় করেন। তাঁকে কমেডি সার্কাসের প্রথম সিজনেও দেখা গিয়েছিল। এছাড়াও ‘পবিত্র রিশ’ ছাড়াও ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

এর আগে পবিত্র রিশতা খ্যাত ও জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতেরও মৃত্যু হয়। ২০২০ সালের জুন মাসে সুশান্তের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পবিত্র রিশতা সিরিয়াল থেকেই সুশান্তের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট শুরু। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সুশান্তের পর পবিত্র রিশতার আরও এক অভিনেত্রীর মৃত্যুতে হিন্দি টেলিভিশনে শোকের ছায়া।   

POST A COMMENT
Advertisement