
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ দীপিকা কক্কর। 'সসুরাল সিমার' কি সিরিয়ালের মাধ্যমে রাতারাতি খ্যাতি পান এই দীপিকা। তিনি এখনও দর্শকদের মধ্যে সিমার নামেই পরিচিত। এমনিতে অভিনেত্রী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। এবার নিজের স্বাস্থ্য নিয়ে বড়সড় আপডেট দিলেন অভিনেত্রী। ৩৮ বছরের দীপিকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে জানান যে তিনি স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত।
দীপিকা তাঁর ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে তাঁর পেটের ওপরের অংশে ব্যথা হচ্ছিল, যার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন আর সেখানে তাঁকে বলা হয় যে তাঁর লিভারে টেনিস বলের আকারের টিউমার হয়েছে। দীপিকা এরপর আরও বলেন যে তাঁর টিউমার থেকেই স্টেজ ৩ ক্যান্সারের উপসর্গ ধরা পড়ে। অভিনেত্রী বলেন, এটা তাঁর জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি। তবে তিনি এই রোগের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর এই কঠিন পরিস্থিতিতে তাঁর পুরো পরিবার পাশে রয়েছে।
মঙ্গলবার রাতে দীপিকার এই পোস্ট দেখে সকলেই ভীষণভাবে হতবাক হয়ে যান। প্রসঙ্গত, দীপিকার স্বামী-অভিনেতা শোয়েব ইব্রাহিম গত কয়েকদিন ধরেই স্ত্রীর স্বাস্থ্যের খবর সকলের সঙ্গে শেয়ার করে আসছিলেন। ইউটিউব চ্যানেলে শোয়েব ও দীপিকা তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন দিনকয়েক আগেই। তারা জানিয়েছে যে এই সপ্তাহে যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তবে তা স্থগিত করা হয়েছে কারণ দীপিকার জ্বর এখনও পুরোপুরি কমেনি। দীপিকার পোস্টে ভক্তদের সঙ্গে সঙ্গে টেলিভিশনের একাধিক তারকারাও তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছেন।
২০২৩ সালের জুন মাসে দীপিকা জন্ম দেন তাঁদের ছেলে রুহানের। আগামী মাসেই রুহানের ২ বছরের জন্মদিন আর তার আগেই মা দীপিকার এত বড় বিপদ। গতমাসেই দীপিকা ও শোয়েব পহেলগাঁও গিয়েছিলেন। আর তাঁদের ফিরে আসার একদিন পরই পহেলগাঁওতে জঙ্গি হামলা ঘটে, যেখানে একাধিক পর্যটকদের মৃত্যু হয়। ভক্তেরা তাঁদের নিয়েও খুব চিন্তায় ছিলেন। প্রসঙ্গত, দীপিকার আগে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। এছাড়াও অতীতেও বলিউডের একাধিক তারকার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।