টম ক্রুজ। এই নামটার সঙ্গে নতুন করে পরিচয় করানোর কোনও দরকাই নেই। কারণ মহিলাদের হার্টথ্রব এই হলিউড সুপারস্টার। তবে শুধু মহিলাদেরই নয়, টম ক্রুজর অ্যাকশন বরাবর মন জয় করে নিয়েছে পুরুষ হৃদয়কেও। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল – ‘দ্য ফাইনাল রেকনিং’ মুক্তির আগেই উত্তেজনার পারদ ছড়িয়েছিল ভারতে। তাঁর বহুতল বাড়ি থেকে ঝাঁপ অথবা প্লেন থেকে ঝুলে যাওয়ার মতো অ্য়াকশনগুলো ভারতীয়দের মনকে জয় করতে একটুও সময় নেয়নি। এই দেশের সঙ্গে টমের সম্পর্ক যে কতটা গভীর, তা এখন কোনওভাবেই সিক্রেট নয়। হলিউড কিং-এর ছবি সবসময়ই সাড়া ফেলেছে ভারতীয় দর্শকদের কাছে। তাঁর চার্মনেস, সুঠাম দেহ, সুন্দর আচরণ, ভারতীয় সংস্কৃতির প্রতি টান টম ক্রুজকে প্রিয় অভিনেতার আসনে বসাতে একদমই দ্বিধাবোধ করেননি ভারতীয়রা।
‘মিশন: ইম্পসিবল – ‘দ্য ফাইনাল রেকনিং’-এর প্রিমিয়ারের সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হলিউড কিং। আর সেখানেই তিনি তাঁর সেই অবিস্মরণীয় স্মৃতির কথা উল্লেখ করেন। সেই সময় টম ক্রুস মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল-এর প্রচারে ভারতে এসেছিলেন আর সেই সময়কার স্মৃতি তিনি আজও মনে রেখেছেন। টম ক্রুজ জানিয়েছেন যে তিনি প্রস্তুত আছেন বলিউডে কাজ করার জন্য। টম ক্রুজ বলেন, 'আমার তালিকায় সেই রকম কিছু বলিউড সিনেমা রয়েছে।' হলিউড সুপারস্টার সেইসব বলিউড সিনেমার এনার্জি, ড্রামা, ডান্স ও অ্যাকশনের ভূয়সী প্রশংসা করেন। প্রসঙ্গত, টম ক্রুসকে বলিউডে ডান্স ও অ্যাকশন করতে দেখতে চান বহু ভারতীয় দর্শকই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টম ক্রুজকে সাবলীলভাবে হিন্দি বলতে দেখে অনেকেই অবাক হন। টম ক্রুসকে হিন্দিতে বলতে শোনা গিয়েছে, 'ম্যায় আপসে বহত প্যার করতা হু।' এছাড়াও নিজের সিনেমার এক সংলাপ হিন্দিতে অনুবাদ করে বলেন, 'ম্যায় চাহতা হু তুম মুঝ পর ভরোসা করো এক আখরি বার।' তাঁর এই সাবলীলভাবে হিন্দি বলা ও হিন্দি ভাষার প্রতি টান, এককথায় স্পষ্ট যে টম ক্রুস বলিউডে কাজ করতে একেবারে প্রস্তুত। আর এই দেশের দর্শকেরাও হলিউড সুপারস্টারে বলিউডি গানে ঠুমকা আর দেশি অ্যাকশন করতে দেখতে চান। কারণ এটা যদি ধরে নেওয়া যায় যে তিনি যদি হিন্দিতে ইথান হান্ট-কে বড় সাফল্য দিতে পারেন, তাহলে তাঁর 'মিশন ইমপসিবল' হবে বলিউডে টম ক্রুসের এন্ট্রি।
ভারতের প্রতি ক্রুজের ভালবাসা এক প্রকৃত বন্ধন যা তিনি বছরের পর বছর ধরে বজায় রেখেছেন। মুম্বইয়ের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে তাজমহলের চিরন্তন সৌন্দর্য, তিনি ভারতীয় সংস্কৃতিকে এমন এক সত্যতার সঙ্গে আলিঙ্গন করেছেন যা ভক্তদের মনে গভীরভাবে অনুরণিত হয়। তাঁর সাম্প্রতিক হিন্দিতে বলা কথা সেই সংযোগকে আরও দৃঢ় করেছে, কেবল তাঁর বিশ্বব্যাপী খ্যাতিই নয়, বরং ভারতের হৃদয় ও আত্মার প্রতি তার ভালোবাসাও প্রকাশ করেছে। শনিবার, ১৭ মে ইংলিশ, হিন্দি, তামিল ও তেলেগুতে মুক্তি পাবে টম ক্রুসের ‘মিশন: ইম্পসিবল – ‘দ্য ফাইনাল রেকনিং’। আমেরিকায় মুক্তি পাওয়ার আগেই এই সিনেমা ভারতীয় দর্শকদের জন্য আগেই মুক্তি পাচ্ছে। ১৯৯৬-এ শুরু ‘মিশন ইম্পসিবল’ সিরিজের। এরপর সাতটি ব্লকবাস্টার অধ্যায় পেরিয়ে এবার এল সিরিজের অষ্টম পর্ব। নামেই রয়েছে ইঙ্গিত—দ্য ফাইনাল রেকনিং। ফলে টানটান উত্তেজনা তুঙ্গে। আর কে বলতে পারে যে এই সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর ইথান হান্টকে বলিউড সিনেমাতেও দেখা যেতে পারে।