Nusrat Jahan: যশের ছেলের সঙ্গে কেমন সম্পর্ক নুসরত-পুত্রের? খোলসা করলেন নায়িকা

Nusrat Jahan: বিতর্ক-আলোচনায় ভরা নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন। পেশাদার জীবনের তুলনায় তিনি বেশি চর্চায় থাকেন তাঁর ব্যক্তিগত জীবনের একাধিক বিষয় নিয়ে। প্রেম থেকে বিয়ে, লিভ-ইন রিলেশনশিপ, তাঁর প্রেগন্যান্সি সবকিছু নিয়েই বলা চলে রঙিন জীবন নুসরতের। তবে কটাক্ষ বা ট্রোলিং কোনওটাই তাঁকে টলাতে পারেনি।

Advertisement
যশের ছেলের সঙ্গে কেমন সম্পর্ক নুসরত-পুত্রের? খোলসা করলেন নায়িকানুসরত ও যশের সন্তানরা
হাইলাইটস
  • বিতর্ক-আলোচনায় ভরা নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন।

বিতর্ক-আলোচনায় ভরা নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন। পেশাদার জীবনের তুলনায় তিনি বেশি চর্চায় থাকেন তাঁর ব্যক্তিগত জীবনের একাধিক বিষয় নিয়ে। প্রেম থেকে বিয়ে, লিভ-ইন রিলেশনশিপ, তাঁর প্রেগন্যান্সি সবকিছু নিয়েই বলা চলে রঙিন জীবন নুসরতের। তবে কটাক্ষ বা ট্রোলিং কোনওটাই তাঁকে টলাতে পারেনি। বরং তিনি নিজের শর্তে জীবনকে চালনা করেছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে নুসরত তাঁর ছেলে ঈশান ও যশের ছেলে রায়াংশকে নিয়ে কথা বললেন। 

যশ ও নুসরতের ছেলে ঈশানের জন্মের আগে থেকেই বিতর্ক শুরু হয় নায়িকাকে নিয়ে। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় ঈশান। তবে জন্মের পর থেকেই যশ-নুসরত তাঁদের পুত্র ঈশানকে আড়ালে রেখেছিলেন। দু বছর আগে মাদার্স ডে-এর দিন নুসরত তাঁর পুত্রকে সামনে নিয়ে আসেন। তবে যশের ছেলে রায়াংশ আলাদা ফ্ল্যাটেই থাকে অভিনেতার মা-বাবার সঙ্গে। এবার দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নুসরত। জানালেন তাদের মধ্যে ঠিক কেমন সম্পর্ক। নুসরত এক সংবাদমাধ্যমকে বলেন, আমি যখন যশের সঙ্গে এসেছি আমি তো জানতাম যশ এক ছেলের বাবা। এটা তো আমার কাছে নতুন কোনও খবর নয়। শুধু পরিস্থিতিটাকে ব্যালেন্স করতে, বুঝতে, চিনতে সময় লাগে। সেই সময়টা আমরা নিয়েছি, আর আমরা এখন ভাল জায়গাতে আছি বলেই মনে হচ্ছে। 

যশের ছেলে রায়াংশকে নিয়ে নুসরত জানিয়েছেন যে সে খুব ভাল ও মিষ্টি ছেলে। নায়িকা বলেন, আমরা যখন একটা পরিবার তখন আমার ছেলে আর যশের বড় ছেলে ওরা তো ভাই। আজকে আর যাই হয়ে যাক ওরা দুজনে ভাই এবং ওরা একসঙ্গে থাকে। একসঙ্গে থাকা, একসঙ্গে ঘুমনো সবই করে রেয়াংশ ও ঈশান। নুসরত আরও বলেন, যেমন বাবা-মায়েরা বলে যায় একটু দেখবি, তো আমরা যেটা করে থাকি তুই ভাইকে দেখ আমরা একটু কাজ সেরে আসছি। নুসরত এও জানিয়েছেন যে রেয়াংশ খুবই পরিণত একজন শিশু। 

Advertisement

যশ ও শ্বেতা সিং কালহান্স-এর সন্তান হল রেয়াংশ। যশ-শ্বেতার ডিভোর্সের পর রেয়াংশের যৌথ কাস্টডি রয়েছে তাঁদের কাছে, তবে ছেলে যশের সঙ্গেই থাকে। রেয়াংশকে সব সময় আড়ালেই রাখেন যশ। সিঙ্গল পেরেন্ট হওয়া সহজ নয়। তাই ছেলেকে নিয়ে বরাবর সচেতন তিনি। রেয়াংশ যশের আর একটি ফ্ল্যাটে তাঁর মা-বাবার সঙ্গে থাকে। তবে নুসরত-পুত্রের সঙ্গে তার বন্ডিং বেশ ভাল। কয়েক মাস আগেই যশ-নুসরতের সম্পর্কে দুরত্ব চলে এসেছিলে তখন নুসরত তাঁর ছেলে ঈশানকে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে যায় আর যশ তাঁর ছেলে রেয়াংশকে নিয়ে বিদেশে যায় ঘুরতে।   

POST A COMMENT
Advertisement