Anant-Radhika Pre-Wedding: আম্বানির ছেলের বিয়েতে নাচলেন বলিউডের তিন খান, কত কোটি পেলেন শাহরুখ-সলমনরা?

Anant-Radhika Pre-Wedding: টানা ৩ দিন ধরে জামনগরে চলেছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জাঁকজমকপূর্ণ প্রি-ওয়েডিং। যেখানে উপস্থিত হয়েছিলেন বলিউডের হেভিওয়েট তারকারা। রাজকীয় সাজে সজ্জিত অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং ভেন্যু। আর হবেই বা না কেন। দেশের প্রথম সারির তারকা শিল্পপতির মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা।

Advertisement
আম্বানির ছেলের বিয়েতে নাচলেন বলিউডের তিন খান, কত কোটি পেলেন শাহরুখ-সলমনরা?শাহরুখ-সলমন-আমির খান আম্বানিদের ইভেন্টে
হাইলাইটস
  • টানা ৩ দিন ধরে জামনগরে চলেছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জাঁকজমকপূর্ণ প্রি-ওয়েডিং।

টানা ৩ দিন ধরে জামনগরে চলেছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জাঁকজমকপূর্ণ প্রি-ওয়েডিং। যেখানে উপস্থিত হয়েছিলেন বলিউডের হেভিওয়েট তারকারা। রাজকীয় সাজে সজ্জিত অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং ভেন্যু। আর হবেই বা না কেন। দেশের প্রথম সারির তারকা শিল্পপতির মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা। চাঁদের হাট অনুষ্ঠানে। কাকে ছেড়ে কাকে দেখবেন। তবে সকলের মাঝে নজর কেড়েছিল তিন খানের একসঙ্গে পারফর্ম্যান্স। নাটু নাটু গানে পা মেলাতে দেখা গিয়েছিল শাহরুখ-আমির-সলমন খানকে। আম্বানিদের ইভেন্টে তিন খানের এই ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

এই ইভেন্টে তিন খানের উপস্থিতি একদিক থেকে আম্বানিদের ইভেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে। এই তিন খানকে একসঙ্গে দেখার জন্য দর্শকেরা বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন। আর সেই অপেক্ষাকে বাস্তবে রূপ দিলেন মুকেশ আম্বানি। এই তিনজন মঞ্চে এসে আরআরআর সিনেমার নাটু নাটু গানে নাচ করেন। রামচরণকেও দেখা গিয়েছিল তিন খানের সঙ্গে তাঁরই গানে পা মেলাতে। তবে অনেক সংবাদমাধ্যমেই দাবি করা হয়েছে যে শাহরুখ-সলমন-আমির আম্বানির ইভেন্টে আসার জন্য নাকি কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অনেক সংবাদমাধ্যমের রিপোর্টেই তা বলা হয়েছে। 

তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, আম্বানিদের ইভেন্টে ডান্স করার জন্য তিন খানই কোনও পারিশ্রমিক নেননি। অন্যান্য সব রিপোর্টেই ভুল খবর বলা হয়েছে। আম্বানি পরিবারের অন্দরের খবর, স্টেজে এই তিন খানের একসঙ্গে হওয়াও কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল না। এই পরিস্থিতি আচমকাই তৈরি হয়েছে। প্রসঙ্গত, আম্বানিদের পরিবারের পক্ষ থেকে এরকম গ্র্যান্ড আতিথেয়তা পাওয়ার পর তাঁরা যদি পারিশ্রমিক চাইতেন তা খুবই আজব দেখাতো। 

মুকেশ আম্বানির ছেলের এই প্রি-ওয়েডিং-এর অনুষ্ঠানে আসার জন্য তিন খানের মধ্যে কেউই কোনও পারিশ্রমিক নেননি। তাঁরা একেবারে ফ্রি-তেই সকলকে মনোরঞ্জন দিয়েছেন। সূত্রের খবর, রাম চরণও অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে যোগ দেওয়ার জন্য কোনও রকম পারিশ্রমিক নেননি। আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকাদের মাঝে দেখা গিয়েছিল মার্ক জাকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প, বিল গ্রেটস, একন, রিহানা, ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়েন থমাস ময়নিহান, ভুটানের রাজা-রানি সহ আরও অনেকে। তবে করণ জোহর, ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সহ অনেক তারকাদেরই দেখা যায়নি এই ইভেন্টে। 

Advertisement

প্রসঙ্গত, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানীর সঙ্গে রেন বণিক ও শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে বিয়ের বাঁধনে বাধা পড়তে চলেছেন। জুলাইতে হবে এই রাজকীয় বিয়ে, যার সাক্ষী থাকবেন গোটা বিশ্ব। 

POST A COMMENT
Advertisement