scorecardresearch
 

মালদ্বীপের বিচ-এ বিকিনিতে Stunning লুক-এ ইলিয়ানা ডিক্রুজ, ভাইরাল

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন হট এবং হিউমিড ইলিয়ানা ডিক্রুজ। ভক্তদের ঘাম ছুটছে বাড়িতে বসেই। ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট।

Advertisement
ইলিয়ানা ডি-ক্রুজ ইলিয়ানা ডি-ক্রুজ
হাইলাইটস
  • ইলিয়ানার ছবি ভাইরাল
  • বিকিনি লুকে দারুণ মজা
  • রেড-হোয়াইট বিকিনিতে ছবি পোস্ট

বলিউড ডিভা ইলিয়ানা ডি-ক্রুজ মালদ্বীপে ছুটি কাটানোর ছবি লাগাতার পোস্ট করে চলেছেন। তাঁর সিজলিং ছবি দেখে মোহিত গোটা দুনিয়া। ইন্টারনেটে রেড হট ছবি পোস্ট করে ইন্টারনেটের টেম্পারেচার বাড়ানোর পর এবার তিনি সাদা বিকিনিতে চোখ টানছেন।

ইলিয়ানাকে সাদা বিকিনিতে সান বাথ নিতে দেখা গিয়েছে। তিনি মালদ্বীপের বিচে শুয়ে ছুটির আমেজ নিচ্ছেন। স্টানিং লুকে ইলিয়ানার এই ছবি ভক্তকূলের হৃদয়ে ভালো রকম দোলা দিয়েছে। তা তাঁদের ইমোজি ও কমেন্ট থেকেই বোঝা যাচ্ছে।

এছাড়া নিজের বিকিনি লুকে ইলিয়ানা আরও কিছু নতুন ছবি পোস্ট করেছেন। যাতে তাঁকে মালদ্বীপের বিচ সংলগ্ন এলাকায় জলের মধ্যে উল্টো হয়ে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। তাতে তিনি বেশ এনজয় করছেন তা বোঝা যাচ্ছে। ছবিগুলি একটু দূর থেকে নেওয়া হয়েছে, তাঁকে জলের মধ্যে জলপরিদের মতো লাগছে।

Advertisement

এ ছাড়া আরও একটি ছবি ইলিয়ানা শেয়ার করেছেন, যাতে তাঁকে বিচে রেড বিকিনিতে দেখা যাচ্ছে। যেখানে তিনি মস্তির মুডে রয়েছেন বলে মনে হচ্ছে। ইলিায়ানার এই ছবি ফ্যানদের খুব পছন্দ হয়েছে।

 

Advertisement