Harshvardhan Rane: বলিউডে খেয়েদেয়ে ভারতের নিন্দে, এই পাক নায়িকাকে দরজা দেখালেন হর্ষবর্ধন

Harshvardhan Rane: ২০১৬ সালে মুক্তি পেয়েছিল 'সনম তেরি কসম' ছবিটি। যেখানে হর্ষবর্ধন রানের বিপরীতে দেখা গিয়েছিল মিষ্টি মুখের মেয়ে মাওরা হোকেনকে। সেই সময় পাক অভিনেত্রী অফুরন্ত ভালোবাসা পেয়েছিলেন ভারতীয় দর্শকদের কাছ থেকে। বলিউডে ওই একটা ছবির মাধ্যমেই জনপ্রিয়তা পান পাকিস্তানী নায়িকা। কিন্তু বর্তমানে ভারতের অবস্থা অন্যরকম।

Advertisement
বলিউডে খেয়েদেয়ে ভারতের নিন্দে, এই পাক নায়িকাকে দরজা দেখালেন হর্ষবর্ধনহর্ষবর্ধন রানে
হাইলাইটস
  • বলিউডে ওই একটা ছবির মাধ্যমেই জনপ্রিয়তা পান পাকিস্তানী নায়িকা।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল 'সনম তেরি কসম' ছবিটি। যেখানে হর্ষবর্ধন রানের বিপরীতে দেখা গিয়েছিল মিষ্টি মুখের মেয়ে মাওরা হোকেনকে। সেই সময় পাক অভিনেত্রী অফুরন্ত ভালোবাসা পেয়েছিলেন ভারতীয় দর্শকদের কাছ থেকে। বলিউডে ওই একটা ছবির মাধ্যমেই জনপ্রিয়তা পান পাকিস্তানী নায়িকা। কিন্তু বর্তমানে ভারতের অবস্থা অন্যরকম। অপারেশন সিঁদুর-এর মাধ্যমে ভারতীয় সেনা হামলা চালিয়েছেন পাকিস্তানের ৯টি জায়গায়। এরপর একের পর এক দুই দেশের সংঘর্ষ চলছিল। আর এরই মাঝে পাক অভিনেত্রী মাওরা হোসেন ভারতের এই হামলাকে কাপুরুষোচিত বলতেই নায়িকা তীব্র নিন্দার মুখে পড়েন। 

গত ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা ভেঙে দেয়। পাক সেনার তরফ থেকে  শ্রীনগরে ড্রোন অ্যাটাক হয়। সংঘর্ষ বিরতির খবর পাওয়ার পর মাওরা তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে অভিনেত্রী লেখেন,বিশ্ব অবশেষে দেখল যে পাকিস্তান শেষপর্যন্ত শান্তির পাশেই দাঁড়িয়েছে। যদিও আমাদের ওপর যদি যুদ্ধ করার চাপ দেওয়া হয় তাহলে আমাদের সাহসিকতা ও দৃঢ়তাকে ম্যাচ করা বেশ মুশকিল। সেনারা আমাদের বিশ্বাসযোগ্যতা ও বীরতার সঙ্গে আমাদের সুরক্ষা করেছেন আর আমাদের দেশ অসাধারণ নজির গড়েছেন। 

সনম তেরি কসম খ্যাত নায়িকা আরও বলেন, শান্তি ও করুণার দিকে কাজ করার নামে...আমাদের সেনাবাহিনী আমাদের শক্তি এবং এর মাধ্যমে আমরা গর্বিত। পোস্টের শেষে মাওরা পাকিস্তান দীর্ঘজীবি হোক লেখেন। আর এই পোস্টের পরই মাওরাকে ট্রোল করা শুরু হয়। এই পোস্টে ভারতীয়রা পাক নায়িকার তীব্র নিন্দা শুরু করেন। একজন লেখেন, তোমাকে জুতো মেরে তাড়ানো হয়েছে আর তোমার মিথ্যা বলার রোগ এখনও যায়নি। আবার কেউ বা লিখেছেন, তোমার দেশ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, তাই এটা বলো না যে তোমার দেশ শান্তি পছন্দ করে। কেউ আবার মাওরাকে সংঘর্ষবিরতি ও শান্তির অর্থ কী তা গুগল করার উপদেশ দিয়েছেন। 

Advertisement

এর আগে মাওরা অপারেশন সিঁদুর-এর বিরুদ্ধেও পোস্ট করেন। তিনি লেখেন, পাকিস্তানের ওপর ভারতের এই কাপুরুষের মতো হামলার তীব্র নিন্দা করছি। নিরীহ মানুষ তাঁদের প্রাণ হারালেন। এই পোস্টেও মাওরা পাকিস্তান জিন্দাবাদ লেখেন। এরপরই মাওরার হিরো হর্ষবর্ধন রানে তাঁর অনস্ক্রিন নায়িকার চূড়ান্ত সমালোচনা করেন। হর্ষবর্ধন মাওয়ার পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিয়ে লেখেন, আমি ওই দেশের সব শিল্পী ও মানুষদের সম্মান করি, কিন্তু আমার দেশের ওপর এ ধরনের হামলা কেউ যদি করে থাকে তা ক্ষমার অযোগ্য। নিজের দেশের পাশে দাঁড়ানো ভাল কিন্তু অন্য দেশের অসম্মান, ঘৃণায় ভরা মন্তব্য করা একেবারেই ঠিক নয়। শুধু তাই নয়, মাওরার সঙ্গে হর্ষবর্ধন রানে সনম তেরি কসম ২-তে কাজ করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন।     

POST A COMMENT
Advertisement