
গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ইন্ডিয়ান আইডল ১২ খ্যাত পবনদীপ রাজন। উত্তরপ্রদেশের আমরোহার ৯ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। উত্তরপ্রদেশ পুলিশ গায়ককে আহত অবস্থায় উদ্ধার করে বেসরকারি হাসপাতালে প্রথমে নিয়ে যায়। এরপরই পবনদীপের গুরুতর চোট দেখার পর তাঁকে নয়ডার হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোমবার ভোররাত ৩টে নাগাদ ৯ নম্বর জাতীয় সড়কের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, পবনদীপের এমজি হেক্টর গাড়িটি গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা এক পণ্যবাহী গাড়িকে। যার ফলে পবনদীপের গাড়ি ভয়াবহভাবে চুরমার হয়ে যায়। আর এই ঘটনায় গায়ক সহ তিনজন গুরুতরভাবে আহত হন। এই ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে যে পবনদীপ উত্তরাখণ্ডের চম্পাবত থেকে দিল্লিতে যাচ্ছিলেন এক অনুষ্ঠানের জন্য, সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী মনে করা হচ্ছে যে পবনদীপর গাড়ির চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন আর সেই সময়ই গাড়ির ভারসাম্য বিগড়ে যায়। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং হাসপাতালে আহতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাম পা আর ডান হাতে গুরুতর আঘাত লেগেছে। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অনুরাগীরা।
পবনদীপ রাজন উত্তরাখণ্ডের চম্পাবত জেলার বাসিন্দা। তার পিতা সুরেশ রাজন, মা সরোজ রাজন এবং বোন জ্যোতিদীপ রাজন কুমাউনি লোকশিল্পী। পবনদীপের সঙ্গীত জীবনের সূচনা ২০১৫ সালে দ্য ভয়েস ইন্ডিয়ায় জয়লাভের মাধ্যমে। এরপর তিনি ইন্ডিয়ান আইডল ১২ জিতেছিলেন। পবনদীপ ইন্ডিয়ান আইডল ১২-এর ট্রফির সঙ্গে একটি গাড়ি এবং ২৫ লক্ষ টাকা পুরস্কার অর্জন করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাঁচজন ফাইনালিস্ট - অরুনিতা কাঞ্জীলাল, মোহাম্মদ দানিশ, সায়লি কাম্বলে, নিহাল তৌরো এবং শনমুখ প্রিয়া। অরুণিতার সঙ্গে পবনদীপের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। বিভিন্ন ধরণের সঙ্গীতে সাবলীলভাবে কাজ করার ক্ষমতা এবং তার চমৎকার বাদ্যযন্ত্রের দক্ষতার মাধ্যমে পবনদীপ ভারতীয় সঙ্গীত জগতে নিজের একটা জায়গা করে নিয়েছে।