Prashant Tamang Passed Away: প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্ত তামাং, বয়স হয়েছিল মাত্র ৪৩; কী হয়েছিল গায়কের?

নতুন বছরে সঙ্গীত জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাং। রবিবার দিল্লিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

Advertisement
প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্ত তামাং, বয়স হয়েছিল মাত্র ৪৩; কী হয়েছিল গায়কের?প্রয়াত প্রশান্ত তামাং
হাইলাইটস
  • প্রয়াত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাং।

নতুন বছরে সঙ্গীত জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাং। রবিবার দিল্লিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। তবে গায়কের মৃত্যুর খবর রটে গেলেও, এখনও পর্যন্ত তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য বা শোকবার্তা পাওয়া যায়নি।

দিল্লির দ্বারকার একটি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অরুণাচল প্রদেশে গানের অনুষ্ঠান করে সম্প্রতি ফিরেছিলেন দিল্লিতে। প্রশান্ত তামাং-এর গুরুতর কোনও স্বাস্থ্য সমস্যা ছিল না বলেই জানা গিয়েছে। তাই তাঁর আকস্মিক মৃত্যুতে গায়কের পরিবার ও ভক্তরা রীতিমতো হতবাক। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে গায়কের।   

২০০৭ সালে টেলিভিশন রিয়্যালিটি শো 'ইন্ডিয়ান আইডল'-এর মঞ্চে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন দার্জিলিংয়ের এই ভূমিপুত্র। কলকাতা পুলিশের এক সাধারণ কনস্টেবল থেকে রাতারাতি জাতীয় সঙ্গীত সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি। তাঁর সেই জয়ের পেছনে কেবল তাঁর গলার মাধুর্য ছিল না, ছিল অগণিত গোর্খা এবং নেপালি ভাষাভাষী মানুষের আবেগ ও সমর্থন। সূত্রের খবর, অরুণাচলপ্রদেশে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান করে তিনি দিল্লিতে ফিরে এসেছিলেন। রবিবার দিল্লির বাড়িতেই থাকাকালীন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে গায়ককে মৃত বলে ঘোষণা করা হয়। কর্মসূত্রে গত বেশ কিছুদিন ধরে দিল্লিতেই বসবাস করছিলেন প্রশান্ত। 

দার্জিলিঙে জন্ম হয় প্রশান্তের। ছোটবেলা থেকেই গানের প্রতি অগাধ টান ছিল তাঁক। সেই সুবাদেই ইন্ডিয়ান আইডল ৩-এ অংশ নেন। প্রথম থেকেই শ্রোতাদের নজর কেড়ে নিয়েছিলেন প্রশান্ত। নেপালি ভাষী এই শিল্পীর দাপট কেবল ভারতেই সীমাবদ্ধ ছিল না, নেপালেও তাঁর অগণিত অনুরাগী রয়েছে। তাঁর গাওয়া বহু নেপালি গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। গানের পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছিলে প্রশান্ত তামাং। তাঁকে দেখা গিয়েছিল ‘পাতাল লোক ২’ ওয়েব সিরিজে। এর পাশাপাশি নেপালি চলচ্চিত্র জগতেও নিজের ছাপ রেখেছিলেন প্রশান্ত। ‘গোর্খা পল্টন’, ‘পরদেশী’ এবং ‘পরদেশী ২’-এর মতো সফল নেপালি ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement