India's Got Talent 11: 'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট'-এ জয়ী কলকাতার নাচের গ্রুপ, কত টাকা পুরস্কার পেল?

দিক থেকে এই শহর যে সবার আগে এগিয়ে তা আরও একবার প্রমাণিত হল। ইন্ডিয়া'স গট ট্যালেন্ট সিজন ১১-এর বিজয়ী হল কলকাতার মেয়েদের নাচের গ্রুপ 'অ্যামেজিং অপ্সরা'।

Advertisement
'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট'-এ জয়ী কলকাতার নাচের গ্রুপ, কত টাকা পুরস্কার পেল?'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট'-এ জয়ী কলকাতার নাচের গ্রুপ
হাইলাইটস
  • ইন্ডিয়া'স গট ট্যালেন্ট সিজন ১১-এর বিজয়ী হল কলকাতার মেয়েদের নাচের গ্রুপ 'অ্যামেজিং অপ্সরা'।

সংস্কৃতির দিক থেকে এই শহর যে সবার আগে এগিয়ে তা আরও একবার প্রমাণিত হল। ইন্ডিয়া'স গট ট্যালেন্ট সিজন ১১-এর বিজয়ী হল কলকাতার মেয়েদের নাচের গ্রুপ 'অ্যামেজিং অপ্সরা'। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক প্রতিযোগীদের পিছনে ফেলে কলকাতার এই নাচের গ্রুপটি অবশেষে জয়ী হল। এই রিয়্যালিটি শোয়ের চূড়ান্ত পর্বে এই গ্রুপের অসাধারণ পারফর্ম্যান্স বিচারকদের মুগ্ধ করে দিয়েছিল। বিজয়ী হিসাবে 'অ্যামেজিং অপ্সরা' ট্রুপের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, একটি গাড়ি ও ১০ লক্ষ টাকা।

এই শোয়ের প্রথম রানার আপ হয়েছেন সাউন্ড অফ সোলস এক্স গৌরাশ এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন হিডেন ফায়ার ক্রু। ইন্ডিয়া'স গট ট্যালেন্ট সিজন ১১ শুরু হওয়ার প্রথম দিন থেকেই অ্যামেজিং অপ্সরা তাঁদের অসাধারণ নৃত্যশৈলীর মাধ্যমে যেমন গল্প বুনেছে তেমনি তাদের ক্লাসিক্যাল ও কনটেম্পোরারি ডান্স স্টাইলও তাদের অন্যদের থেকে আলাদা করে চেনাতে সাহায্য করেছে। বিচারকদের মুগ্ধ করার পাশাপাশি দর্শকদের কাছেও প্রশংসা পেয়েছে কলকাতার এই নাচের গ্রুপটি। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @sonytvofficial

জয়ী হওয়ার পর এই গ্রুপটি সকলকে ধন্যবাদ জানায়। প্রসঙ্গত, ইন্ডিয়া'স গট ট্যালেন্ট সিজন ১১ গত বছরের অক্টোবর থেকে শুরু হয়। যেখানে বিচারক হিসাবে দেখা গিয়েছিল নভজ্যোত সিধু, শান ও মালাইরা অরোরাকে। পুরো শো জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পীরা তাঁদের পারফর্ম্যান্স দিয়ে বিচারক ও দর্শকদের মুগ্ধ করেছেন। রবিবার গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন বিনোদন জগতের তারকারা। করিশ্মা কাপুর, ইমরান হাশমি, শরদ কেলকার ও জোয়া আফরোজ এসেছিলেন এই শোতে। এছাড়াও ফিনালেতে যোগে দিয়েছিলেনবিকাশ খান্না, রণবীর ব্রার ও কুণাল কাপুরেরা, যাঁরা মাস্টারশেফ ইন্ডিয়ার বিচারক। 

এই শোয়ের শীর্ষে থাকা ৭ জন প্রতিযোগীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভি কোম্পানি, আকাশ ও অভিষেক, নেপাল টাইগারস, ক্লাসিক কুইনস, অ্যামেজিং অপ্সরা, ভিকি কৃষ্ণ এবং ক্যালিবয়েস এঁরাই ছিলেন ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন ১১-এর প্রতিযোগীরা। যাদের মধ্যে থেকে বাজি ছিনিয়ে নিয়ে যায় কলকাতার অ্যামেজিং অপ্সরা নাচের গ্রুপ।  

Advertisement

POST A COMMENT
Advertisement