ফের মা হলেন আন্তর্জাতিক পপ তারকা ও গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী রিহানা। তৃতীয়বার মা হওয়ার সুখ উপভোগ করলেন গায়িকা। কন্যাসন্তানের মা হলেন রিহানা। পপ তারকা নিজেই তাঁর ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের এই সুখবর জানিয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন তিনি। ব়্যাপার এএসএপি রকি ও রিহানার এটি তৃতীয়সন্তান।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে রিহানা নিজের মেয়েকে কোলে নিয়ে আছেন। অন্য ছবিতে মেয়ের গোলাপি রঙের একজোড়া জুতো দেখা গিয়েছে, যেটায় গোলাপি রিবন লাগানো। রিহানার এই পোস্ট সামনে আসার পরই সেলিব্রিটিরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। ইতিমধ্যেই এই পোস্টে পাঁচ মিলিয়নের বেশি লাইক এসেছে। রিহানার জনপ্রিয়তা যে তুঙ্গে তা নতুন করে বলার কিছুই নেই।
রিহানার কন্ঠের যাদুতে মুগ্ধ আট থেকে আশি সকলে। মঞ্চে তাঁর পারফর্ম্যান্স অন্য মাত্রায় চলে যায়। গায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও সকলের কৌতুহল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মা হওয়ার সুখবর পাওয়ার পর ভক্ত-অনুরাগীরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। এএসএপি রকি ও রিহানা তাঁদের মেয়ের নাম রেখেছেন রকি আইরিশ মায়েরা, যার জন্ম হয়েছে ১৩ সেপ্টেম্বর। মেয়ের নাম বাবার নামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে। রিহানা ও রকির দুই ছেলে রয়েছে, যাদের নাম Riot and RZA। রিহানা তাঁর তৃতীয়বার মা হওয়ার খবর এই বছরের মেট গালা ইভেন্টে জানিয়েছিলেন। এই ইভেন্টে তাঁর বেবি বাম্প একেবারে স্পষ্ট ছিল। বেবি বাম্প ফ্লন্ট করেই তিনি রেড কার্পেটে হাঁটেন।
উল্লেখ্য, ২০২০ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিহানা ও রকি। নিজেদের পেশাকে সময় দিয়েও নিজেদের দাম্পত্যে সময় দিতে ভোলেননা তাঁরা। ২০২২ সালে তাঁরা প্রথম সন্তানের জন্ম দেন।, এরপর ২০২৩ সালে সুপারবোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় নিজের দ্বিতীয়বার সন্তান আসার খবর জানিয়েছিলেন তাঁরা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বার সন্তানের জন্ম দিলেন তাঁরা।
গত বছরের জুন মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় এদেশে অতিথি হয়ে এসেছিলেন রিহানা। তাঁর জবরদস্ত পারফরম্যান্সে মেতে উঠেছিলেন সকলে। এমনকি জামনগরের সেই অনুষ্ঠানে গোলাপি পোশাকে রিহানা ও কালো ব্লেজারে শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই। ৩৭ বছরের রিহানা এখনই এক বিলিয়ন ডলারের মালকিন।