দিব্যাণী মণ্ডলখুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন দিব্যানী মণ্ডল। 'ফুলকি' সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করে রাতারাতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পর্দার 'ফুলকি'। শুধু তাই নয়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়েক পরবর্তী ছবিতেও ডেবিউ করবেন দিব্যাণী। আর এইসব ভাল খবরের মধ্যেই আরও এক সুখবর এল। দিব্যাণী নাকি প্রেগন্যান্ট। অন্তত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি দেখে সেটাই মনে হচ্ছে। আর এই খবর সামনে আসতেই হইহই ব্যাপার সোশ্যাল মিডিয়া জুড়ে।
সম্প্রতি দিব্যাণী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দিব্যাণীকে দেখা যাচ্ছে চুড়িদার পরে, হালকা মেকআপ আর মুখে মিষ্টি হাসি। তবে এই ছবিতে দিব্যাণী একা নন, রয়েছেন আর এক অভিনেত্রী অর্পিতা মণ্ডলও। তিনি দিব্যাণীর পেটে হাত দিয়ে কান পেতে কিছু শোনার চেষ্টা করছেন আর একটি ছবিতে দিব্যাণীর পেটে চুমু খাচ্ছেন অর্পিতা। দিব্যাণীর অল্প স্বল্প বেবি বাম্পও দেখা যাচ্ছে। তাহলে কি দিব্যাণী প্রেগন্যান্ট? কিন্তু নায়িকার বিয়েও তো হয়নি আর বয়সও খুব কম। তাহলে?
বাস্তব জীবনে নয় বরং রিল লাইফে প্রেগন্যান্ট হবেন ফুলকি তথা দিব্যাণী। আর এই ছবি পোস্ট করে অর্পিতা মণ্ডল ক্যাপশনে লেখেন, ফুলকি ও লাবণ্য সঙ্গে আমাদের পুচকি। ফুলকি সিরিয়াল দিয়েই দিব্যাণী দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। কৃষ্ণভক্ত দিব্যাণী এবার কেরিয়ার অন্যদিকে ঘুরতে চলেছে। সৃজিতের ছবিতে তিনি অভিনয় করবেন বলে জানা গিয়েছে।
মাত্র ২১ বছর বয়সেই দিব্যাণী কেরিয়ার জীবনে বেশ সফল। কলেজে পড়তে পড়তেই 'ফুলকি' ধারাবাহিকে কাজ পান দিব্যানি। ইংরেজি অনার্সের ছাত্রী ছিলেন তিনি। যদিও সেসময় অনার্স কোর্স শেষ করতে পারেননি। এদিকে অভিনেত্রীর বাড়ির সকলেই শিক্ষক। তাঁর মা, দিদা সকলেই শিক্ষিকা। তাই অভিনেত্রীর ইচ্ছে বাবা মায়ের কথা মতো ওপেন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স শেষ করার। মেগাতে বক্সার দিব্যানি। তবে বাস্তবেও খেলাধূলায় পারদর্শী তিনি। ক্য়ারাটে গুরু দেবাশিস মণ্ডলের কন্যা তিনি। বাস্তবেও ক্যারাটেতে ব্ল্যাকবেল্ট পর্দার ফুলকি। ফলে পর্দায় মারপিটের দৃশ্যে অভিনয় করেন সাবলীলভাবে। সৃজিত পরিচালিত আগামী ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিব্যাণীকে।