Ditipriya Roy: মহিলা কমিশন-আর্টিস্ট ফোরামে অভিযোগ দিতিপ্রিয়ার? জিতুর সঙ্গে অশান্তি মেটেনি?

'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে গত কয়েকদিন ধরে যে জট চলছিল, তা অবশেষে কেটেছে। শ্যুটিংয়ে ফিরেছেন জিতু কমল। কিন্তু তারপরও এই সিরিয়াল নিয়ে ঝামেলা-অশান্তি কিছুতেই যেন কমছে না। সিরিয়ালে জিতু ফিরে আসায় ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় যে আদপেই খুশি নন, তা ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে।

Advertisement
মহিলা কমিশন-আর্টিস্ট ফোরামে অভিযোগ দিতিপ্রিয়ার? জিতুর সঙ্গে অশান্তি মেটেনি?দিতিপ্রিয়া রায়
হাইলাইটস
  • 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে গত কয়েকদিন ধরে যে জট চলছিল, তা অবশেষে কেটেছে।

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। এবার আরও একটি খবরে শোরগোল পড়ল টেলিপাড়ায়। ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় নাকি মহিলা কমিশনের দ্বারস্থ! খবর, তিনি লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন আর্টিস্ট ফোরামকেও।

এই বিষয় নিয়ে দিতিপ্রিয়া নিজে কিছুই জানাননি বা ঘোষণাও করেননি। এমনকী তাঁকে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে জিতুকে নিয়ে প্রশ্ন করা হলেও সেটা তিনি কৌশলে এড়িয়ে যান। এক সংবাদমাধ্যমের কাছে মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বিষয়টি নিয়ে আংশিক স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে দিতিপ্রিয়া তাঁর সমস্যা জানিয়ে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তাঁকে কমিশনের চেয়ারপার্সন পরামর্শ দেন যে যদি ও মনে করে তা হলে আর্টিস্ট ফোরাম বা মহিলা কমিশনে লিখিত ভাবে জানাতে পারে। তারপর বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে। তবে মহিলা কমিশনে দিতিপ্রিয়া এরপর অভিযোগ জানিয়েছেন কিনা, তা জানা নেই। 

যদিও এক সংবাদমাধ্যমের কাছে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হ্যাঁ, লিখিত ভাবে সংগঠনকে কিছু জানিয়েছেন দিতিপ্রিয়া। কী লিখেছেন, এখনও জানি না। কারণ, মেল পড়া হয়নি। এর থেকে বেশি কিছু বলতে চাননি শান্তিলাল মুখোপাধ্যায়। গত বেশ কয়েকদিন ধরেই জিতুর সমর্থনে তাঁর ভক্ত-অনুরাগীরা দিতিপ্রিয়াকে কটাক্ষ করছিলেন সোশ্যাল মিডিয়ায়। নায়িকাকে বয়কটের দাবিও উঠেছিল। এই বিষয়গুলি নাকি মেনে নিতে পারছিলেন না দিতিপ্রিয়া। জিতুর পর এবার তিনি নাকি এই সিরিয়াল ছেড়ে বেরোতে চাইছেন। 

শুক্রবার থেকে এই সিরিয়ালের শ্যুটিং শুরু হয়েছে নতুন করে। সেটে শান্তি বজায় রেখেই কাজ করেছেন জিতু ও দিতিপ্রিয়া। কিন্তু আদৌও কি তাঁদের মধ্যেকার কাজিয়া মিটেছে নাকি ভেতরে ভেতরে চলছে অন্য কোনও ঘটনা। উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে।   

POST A COMMENT
Advertisement