কিছুদিন আগেই সিরিয়ালে কামব্যাক করেছেন মধুবনী। চিরসখা সিরিয়ালে তাঁকে আইনজীবির ভূমিকায় দেখা যাচ্ছে। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছিলেন তিনি। আর এরই মাঝে দ্বিতীয়বার মা হওয়ার খবর শেয়ার করলেন নাকি অভিনেত্রী। নেটদুনিয়ায় মধুবনী যে ছবি শেয়ার করেছেন, তা দেখে মনে হচ্ছে অভিনেত্রী প্রেগন্যান্ট। সঙ্গে রয়েছেন তাঁর অভিনেতা স্বামী রাজা গোস্বামীও।
২০২১ সালে ছেলে কেশবের জন্ম দেন মধুবনী। আপাতত ছেলের বয়স ৪। মা হওয়ার পর টুকটাক করে অভিনয় করলেও গত দু-তিন বছরে তাঁকে আর ছোটপর্দায় দেখা যায়নি। মধুবনী ও রাজা দুজনেই ডেইলি ভ্লগ করে থাকেন। এছাড়াও তাঁদের রয়েছে স্যালোঁ ও জিমও। সুখের সংসার বলা চলে মধুবনী ও রাজার। আর তারই মাঝে সুখবর দিলেন এই তারকা দম্পতি। রাজার সঙ্গে সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার খবর ভাগ করে নিলেন মধুবনী?
মধুবনীকে খয়েরি রঙের পোশাকে দেখা গিয়েছে। বেবি বাম্প স্পষ্ট। আর রাজার পরনে ছিল কালো, সাদা ও খয়েরি রঙের টি-শার্ট। ছবিতে দেখা গিয়েছে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন মধুবনী। রাজাকে দেখে বোঝাই যাচ্ছে কতটা খুশি অভিনেতা। আর যা দেখে খুব স্বাভাবিক ভাবেই দু'য়ে দু'য়ে চার করতে সময় লাগেনি নেটিজেনদের। ফলে ছবি দেখেই অনেকে বলতে শুরু করেন নায়িকা অন্তঃসত্ত্বা। তবে কেবল ছবি নয়। ছবির ক্যাপশনও এই অনুমানকে আরও খানিকটা উস্কে দিয়েছে। ছবিটি পোস্ট করে মধুবনী লেখেন, ‘আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের নানা রকম আনন্দের সারপ্রাইজ দিয়ে থাকে। আগামিকাল আমরা একটা ঘোষণা করব। একটা ভিডিওর মাধ্যমে। বিষয়টা পুরোপুরি অপরিকল্পিত ছিল… সত্যি বলতে, আমিও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাইহোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামিকালকের দিনটাই বেছে নিয়েছি। তোমাদের অফিসিয়ালি জানানোর জন্য। মধুবনী এরপর লেখেন, এটা খুবই একটা ভালো খবর। আর এটা আমার পার্লার বিষয়ে কিছু নয়, সম্পূর্ণ অন্য একটা বিষয়ে।’
আর এই ছবি আর ক্যাপশন দেখে অনেকেই মনে করছেন তাহলে কি মধুবনী ও রাজা দ্বিতীয় সন্তানের অভিভাবক হতে চলেছেন। তবে মধুবনী ও রাজা যতক্ষণ না অফিসিয়ালি ঘোষণা করছেন, ততক্ষণ কিছুই সঠিক ভাবে বোঝা যাচ্ছে না। প্রসঙ্গত, 'চিরসখা' ধারাবাহিকে ‘কমলিনী’র উকিলের ভূমিকায় সদ্যই দেখা মিলেছিল নায়িকার। এই ছবিতে কমলিনীর ছোট ছেলে হয়েছেন অভিনেত্রীর স্বামী রাজা।