Soumitrisha Kundu: সৌমিতৃষার কিডনিতে স্টোন? ইনস্টাগ্রামে পোস্ট দিয়েও মুছলেন 'মিঠাই'

Soumitrisha Kundu: টেলিপাড়ায় পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দা থেকে তাঁর উত্থান হলেও খুব শীঘ্রই তিনি বড়পর্দাতেও নিজের মুখ দেখিয়ে ফেলেছেন। এমনিতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন অভিনেত্রী। সম্প্রতি সৌমিতৃষার সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ছবি দেখে অনেকেই বেশ হতচকিত হয়ে গিয়েছিলেন।

Advertisement
সৌমিতৃষার কিডনিতে স্টোন? ইনস্টাগ্রামে পোস্ট দিয়েও মুছলেন 'মিঠাই'সৌমিতৃষা কুণ্ডু
হাইলাইটস
  • টেলিপাড়ায় পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু।

টেলিপাড়ায় পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দা থেকে তাঁর উত্থান হলেও খুব শীঘ্রই তিনি বড়পর্দাতেও নিজের মুখ দেখিয়ে ফেলেছেন। এমনিতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন অভিনেত্রী। সম্প্রতি সৌমিতৃষার সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ছবি দেখে অনেকেই বেশ হতচকিত হয়ে গিয়েছিলেন। শরীর ঠিক আছে তো অভিনেত্রীর?

আসলে সোমবার রাতে সৌমিতৃষার ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি পোস্ট হয়। যেখানে অভিনেত্রী ছবি দিয়েছিলেন কিডনি স্টোনের। তবে সেই ছবি কিছুক্ষণ পরই মুছে দেন অভিনেত্রী। এই নিয়ে সৌমিতৃষা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি এই নিয়ে কিছুই বলতে চান না। তবে এখন তিনি ভাল আছেন। প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালের মাধ্যমেই রাতারাতি জনপ্রিয়তা পান সৌমিতৃষা। এই সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। আদৃত রায়ের বিপরীতে ছিলেন সৌমিতৃষা ওরফে মিঠাই রানি। এরপর মিঠাই শেষ হওয়ার পর পরই সৌমিতৃষা বড়পর্দায় ডেবিউ করেন তাও আবার দেবের বিপরীতে। 

এখন আর সৌমিতৃষাকে ছোটপর্দায় দেখা যায় না। তিনি এখন ওয়েব সিরিজ ও সিনেমাতে মনোযোগ দিয়েছেন। ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেয়েছে সৌমিতৃষার ওয়েব সিরিজ ‘কালরাত্রি ২’-এর পোস্টার। প্রথম সিজনটি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। অগাস্ট থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বছরের শেষেই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা নতুন সিজনের। আর তাই সৌমবার কিডনিতে স্টোন হওয়ার ছবি দিতেঅ তাঁর ভক্ত-অনুরাগীরা বেশ ইদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। যদিও মনে করা হচ্ছে সৌমিতৃষা তাঁর শারীরিক অবস্থা নিয়ে কিছু বলতে রাজি নন এখনই। 

সৌমিতৃষার শেষ ছবি ১০ই জুন। এই ছবিতে তিনি সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু কোনও সমস্যার কারণে এই ছবির প্রচারে সৌমিতৃষাকে দেখা যায়নি। একেবারে নিজের মতো করে থাকতেই পছন্দ করেন সৌমিতৃষা। মিঠাই সিরিয়াল শেষ হওয়ার তাঁর সঙ্গে সিরিয়ালের অন্য কলাকুশলীদের যোগাযোগ একেবারেই নেই। এমনকী তাঁকে আদৃত ও কৌশাম্বীর বিয়েতেও দেখা যায়নি। অবসর সময়ে মা-বাবার সঙ্গে কাটাতেই ভালোবাসেন তিনি। মাঝে মধ্যেই বৃন্দাবনে চলে যান নায়িকা কৃষ্ণের সঙ্গে সময় কাটাতে। একটি-দুটি প্রজেক্টেও কাজের কথা চলছে সৌমিতৃষার। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement