
পার্ণো মিত্রসদ্য তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী পার্ণো মিত্র। কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। যদিও ২১-এর বিধানসভায় বিজেপির হয়ে বরানগর থেকে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু জয়ী হতে পারেননি। উপরন্তু গেরুয়া দলে থেকেও তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতি করতে কোনওদিনই দেখতে পাওয়া যায়নি। ছাব্বিশে আবার বিধানসভা নির্বাচন। আর এই আবহেই তড়িঘড়ি তৃণমূলে যোগ দিয়ে ফেললেন পার্ণো। আর এরপরই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে বড়সড় বদল দেখতে পাওয়া গেল।
এমনিতে বেশ বোল্ড অভিনেত্রী বলেই পরিচিত পার্ণো। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা মিলবে অভিনেত্রীর একাধিক সাহসী ছবি। তবে গত বছর পার্ণোর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যালে। শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে অভিনেত্রী ধরা দিয়েছিলেন বিকিনিতে। আর সেই ছবি ঘিরে ট্রোল-কটাক্ষ, চর্চা সবই হয়েছে। নেট দুনিয়ায় ভাইরাল হয় পার্ণোর সেই কার্ভি ফিগারের বিকিনি ছবি। যা দেখে নেটিজেনদের কালঘাম ছুটেছিল। কিন্তু অদ্ভুতভাবে তৃণমূলে যোগ দেওয়ার পরই সেই ছবি আর দেখা যাচ্ছে না অভিনেত্রীর নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে। তবে কি নতুন করে বিতর্ক যাতে না হয় সেই কারণেই কি সোশ্যাল মিডিয়া থেকে বিকিনি পরা ছবি সরিয়ে দিলেন পার্ণো?

গত বছরের গোড়াতেই নেটপাড়ায় ঝড় তুলেছিলেন গ্ল্যামার গার্ল পার্ণো মিত্র। ২০২৪ শুরু হওয়ার আগে দুবাইতে গিয়ে পায়ে চোট পান। কিন্তু সেই ব্যথা নিয়েই বন্ধুর সঙ্গে শ্রীলঙ্কা পাড়ি দেন পার্ণো। সেখান থেকেই একের পর এক বিকিনি পরা ছবি দিয়ে নেটপাড়ার উষ্ণতা বাড়িয়েছিলেন অভিনেত্রী। নীল জলরাশির ধারে কখনও হলুদ বিকিনিতে দৌড়ে বেড়াতে দেখা গেল তাঁকে, আবার কখনও বা সৈকতে কালো বিকিনি পরে শুয়ে বিশ্রাম নিতে দেখা গেল পার্নোকে। তবে সেই ছবি আর কারোর দেখার সৌভাগ্য হবে না মনে হয়, কারণ নতুন দলে যোগ দিয়েই সেই ছবি সরিয়ে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। কারণ পার্ণোর ইনস্টাগ্রাম বা ফেসবুক, কোথাও বিকিনি পরা ছবিগুলো নেই। অন্তত এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত ছবিগুলো পাওয়া যায়নি।
অভিনেত্রী হিসেবে কিন্তু পার্ণো নিজের কাজে বেজায় ব্যস্ত। শেষ কিছু প্রোজেক্টে তিনি কাজ করে বেশ নাম কুড়িয়েছেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ভোগ সিরিজে তিনি অভিনয় করেছেন ডামরির ভুমিকায়। বেশ প্রশংসাও পেয়েছিলেন অভিনেত্রী। তারপর সৌরভ পালোধীর অঙ্ক কি কঠিন ছবিতে কাজলের ভুমিকায় তাঁকে দখা গিয়েছে। সেই ছবিতেও তিনি বেশ অন্যরকম ভুমিকায় ছিলেন তিনি। পার্ণোর কেরিয়ার সিরিয়াল দিয়ে শুরু হলেও বড়পর্দাতেও তিনি ভাল ভাল সিনেমা করেছেন। এখন আগামী দিনে পার্ণো নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়ান কিনা এখন সেটাই দেখার।