কৌশিকের পরিচালনায় ফিরছেন বুম্বা-ঋতুর জুটি?একের পর এক চমক ২০২৬-এ। বিশেষ করে বাংলা সিনেমার ক্ষেত্রে। কিছুদিন আগেই দেব ঘোষণা করেছেন এই বছরের পুজোতে শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ধূমকেতুর পর আরও একবার 'দেশু' জুটিকে দেখতে পাবে দর্শকেরা। এবার টলিপাড়ার আরও এক হিট জুটিকে ফের বড়পর্দায় দেখার পালা। পর্দায় তাঁদের উপস্থিতি এক আলাদা মাত্রা যোগ করে। তাঁরা আর কেউ নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়েরই পরিচালনায় ‘অযোগ্য’ ছবিতে। সেটি ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি হিসেবে ৫০ তম ছবি। তবে এবার বোধ হয় ফের তাঁদের জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখতে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্প্রতি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিতের মিটিং হয়েছে মঙ্গলবার সকালে। সেখানে ঋতুপর্ণাও ছিলেন। এরপর তাঁদের একসঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে। আর সেখান থেকেই তৈরি হয়েছে জল্পনা। ২০০১ সালে ‘জামাইবাবু’ ছবি মুক্তির চোদ্দো বছর পর ‘প্রাক্তনে’র হাত ধরে বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল তাঁদের। এই ছবিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে একসঙ্গে দেখে বেশ খুশি হয়েছিলেন দর্শকেরা।
এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ও ‘অযোগ্য’ ছবিতে ফের তাঁরা পর্দায় ধরা দিয়েছিলেন একসঙ্গে। সেই ছবিও হিট হয় বক্স অফিসে। মাঝে যদিও ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। তবে অযোগ্যর পর দর্শকেরা চাইছিলেন ফের বড়পর্দায় দেখা যাক প্রসেনজিৎ ও ঋতুপর্ণার জুটিকে। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, ফের নাকি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনাতেই পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। বুম্বা-ঋতু কি নিজেদের ৫১ তম ছবিটিও এবার করবেন কৌশিকের সঙ্গেই?
দু-তিনদিন আগে প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। যার ক্যাপশনে লেখা, হঠাৎ দেখা। তখন থেকেই মনে হয়েছিল কিছু একটা ঘটতে চলেছে। জানা যাচ্ছে, মঙ্গলবার বিজয়গরের হীরের ডাবিংয়ে গিয়ে নাকি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় প্রসেনজিতের। শোনা যাচ্ছে, একই জায়গায় নিজের ছবির পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন পরিচালকও। সেখানেই নাকি নতুন ছবি নিয়ে আলোচনা হয়। আর সেই ছবিতে ফের প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণাকে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বেশ কিছু ছবিও এই জল্পনাতে ঘিয়ের কাজ করেছে। যেখানে প্রসেনজিৎ, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণাকে দেখা যাচ্ছে এক ফ্রেমে। আর এই পোস্ট সামনে আসার পরই প্রশ্ন জাগছে তাহলে কি নতুন বছরে দেব-শুভশ্রীর পাশাপাশি বুম্বা-ঋতুও ফিরছেন? সূত্রের খবর থেকে আরও জানা যাচ্ছে যে, প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির আলোচনা নাকি এই মুহূর্তে রয়েছে একেবারেই প্রাথমিক পর্যায়ে। সব কিছু ঠিক থাকলে নাকি চলতি বছরে গ্রীষ্মকালেই শুটিং শুরু হবে নতুন ছবির। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই।