Dev Subhashree Comeback Again: এই পুজোতে ফিরছে 'দেশু' জুটি, পরিচালকের আসনে কি রাজ চক্রবর্তী?

নতুন বছরে নতুন চমক। ছাব্বিশের পুজোতে বড়পর্দায় ফের দেখা যাবে দেশু ম্যাজিক, অর্থাৎ দেব-শুভশ্রী জুটি ফিরছেন বড়পর্দায়। সম্প্রতি এই ঘোষণা করার পরই দেশু ভক্ত-অনুগামীদের মধ্যে যে পরিমাণ উচ্ছ্বাস দেখা গিয়েছে, তা দেখে বেশ খুশি দেব-শুভশ্রী দুজনেই। 'ধূমকেতু'র পর ২০২৬-এ ফের জুটি বাঁধছেন তাঁরা।

Advertisement
এই পুজোতে ফিরছে 'দেশু' জুটি, পরিচালকের আসনে কি রাজ চক্রবর্তী?দেশুর পরবর্তী ছবির পরিচালক রাজ?
হাইলাইটস
  • ছাব্বিশের পুজোতে বড়পর্দায় ফের দেখা যাবে দেশু ম্যাজিক, অর্থাৎ দেব-শুভশ্রী জুটি ফিরছেন বড়পর্দায়।

নতুন বছরে নতুন চমক। ছাব্বিশের পুজোতে বড়পর্দায় ফের দেখা যাবে দেশু ম্যাজিক, অর্থাৎ দেব-শুভশ্রী জুটি ফিরছেন বড়পর্দায়। সম্প্রতি এই ঘোষণা করার পরই দেশু ভক্ত-অনুগামীদের মধ্যে যে পরিমাণ উচ্ছ্বাস দেখা গিয়েছে, তা দেখে বেশ খুশি দেব-শুভশ্রী দুজনেই। 'ধূমকেতু'র পর ২০২৬-এ ফের জুটি বাঁধছেন তাঁরা। এই বছরের পুজোতেই মুক্তি পাবে সেই ছবি। যদিও এই ছবির নাম, পরিচালক কে কিছুই জানা যায়নি। তবে টলিপাড়ার গুঞ্জন, ছবির পরিচালক হিসাবে সবার আগে নাম উঠে এসেছে রাজ চক্রবর্তীর। 

প্রায় ১৪ বছর পর দেব-শুভশ্রীর ধূমকেতু ঘিরে দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখা গিয়েছিল তা অভূতপূর্ব। এই ছবির মাধ্যমেই দুই প্রাক্তন তাঁদের সব মান-অভিমান, তিক্ততা ভুলে বাংলা ছবির স্বার্থে একে-অপরের হাত ধরেছিল। তবে এই ছবি মুক্তির পরই দেব-শুভশ্রীর মধ্যে ফের কথা বন্ধ হয়ে যায়, দুজনেরই কিছু মন্তব্যকে ঘিরে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে সেই বরফ গলে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে। সেখানে দেব ও শুভশ্রী দুজনেই আমন্ত্রিত ছিলেন। টলিপাড়ার অন্দরের খবর, সেখানেই শুভশ্রীর মুখোমুখি হয়ে দেব তাঁকে বলেন, কি ম্যাডাম, এত ইনোসেন্ট ইনোসেন্ট করছো কেন? আর এখানেই দেব শুভশ্রীকে তাঁর সঙ্গে ফের জুটি বাঁধার প্রস্তাব দেন। রাজি হয়ে যান নায়িকাও। 

ছবি সৌজন্যে: ফেসবুক

দেশু জুটির এই ছবির নাম যেমন ঠিক হয়নি, তেমনি ছবির পরিচালক কে হবেন, সেটা নিয়েও চলছে জোর আলোচনা। তালিকার শীর্ষে রয়েছেন রাজ চক্রবর্তী। শুভশ্রীর পরিচালক-স্বামীর হাত ধরেই ২০০৯ সালে চ্যালেঞ্জ ছবিতে দেখা গিয়েছিল দেব-শুভশ্রী জুটিকে। এছাড়াও খোকা ৪২০ ছবিতেও রাজের পরিচালনায় জুটি বাঁধেন দেব-শুভশ্রী। তাই দেশুর পরবর্তী ছবির পরিচালক রাজ হলে, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ দুই তারকাকেই সামলানোর অভিজ্ঞতা অতীতে রয়েছে রাজের। এরপরই তালিকায় রয়েছেন খাদান পরিচালক সুজিত রিনো দত্ত। আবার অনেকে বলছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়ও ছবির পরিচালনার দায়িত্ব পেতে পারেন। তবে শেষপর্যন্ত দেশুর হাল কে ধরে সেটাই দেখার। 

Advertisement

 ‘ধূমকেতু’র প্রচার ঘিরে দর্শকের মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছিল। ঝলক-প্রকাশের মঞ্চেও ধরা পড়েছিল তা। সেই দিন নিজেদের পুরনো ছবির গানে ফের একসঙ্গে নেচেছিলেন তাঁরা। পরস্পরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেছিলেন তাঁরা। একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ছবি মুক্তি পেতেই ফের দূরত্ব তৈরি হয় প্রাক্তন জুটির মধ্যে। দু’জনেরই কিছু মন্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। দুই তারকার ফ্যান-ক্লাবের মধ্যেও বিতণ্ডা চলেছিল। বিতর্কে জড়িয়ে গিয়েছিল রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও। কিন্তু সেই বিতর্ক বাধা হয়ে থাকতে পারল না দেব-শুভশ্রীর ফের জুটি বাঁধার রাস্তায়।

আদ্যপান্ত প্রেমের ছবিতেই জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। শেষ ছবিতে তাঁদের পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এই আসন্ন ছবিতে তাঁদের কে পরিচালনা করবেন, তা এখনও স্পষ্ট নয়। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, প্রযোজনা ‘দেব এন্টারটেনমেন্ট’-এরই। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এক এক করে ছবি সম্পর্কিত নানা তথ্য ঘোষণা করবেন তারকারা নিজেই।

POST A COMMENT
Advertisement