Chirosokha: 'চিরসখা' সিরিয়ালে সুদীপ OUT, ঋষি কৌশিক IN? যা জানা যাচ্ছে...

Chirosokha: মাসখানেক আগেই শুরু হয়েছে অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়ের 'চিরসখা'। লীনা গঙ্গোপাধ্যায়ের এই গল্প ইতিমধ্যেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। টিআরপি তালিকার সেরা ১০-এ জায়গাও করে নিয়েছে এই সিরিয়াল। কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে সিরিয়ালের প্রধান চরিত্রের মুখ বদল হতে চলেছে।

Advertisement
'চিরসখা' সিরিয়ালে সুদীপ OUT, ঋষি কৌশিক IN? যা জানা যাচ্ছে...'চিরসখা'য় নায়ক বদল?
হাইলাইটস
  • মাসখানেক আগেই শুরু হয়েছে অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়ের 'চিরসখা'।

মাসখানেক আগেই শুরু হয়েছে অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়ের 'চিরসখা'। লীনা গঙ্গোপাধ্যায়ের এই গল্প ইতিমধ্যেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। টিআরপি তালিকার সেরা ১০-এ জায়গাও করে নিয়েছে এই সিরিয়াল। কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে সিরিয়ালের প্রধান চরিত্রের মুখ বদল হতে চলেছে। গত দু-একদিন ধরে এই খবরে সরগরম টেলিপাড়া। শোনা যাচ্ছিল, এই সিরিয়ালে সুদীপকে সরিয়ে নিয়ে আসা হবে অন্য কোনও অভিনেতাকে। 

রবিবার থেকে হঠাৎই শোনা যায় যে অপরাজিতার বিপরীতে সুদীপকে মেনে নিতে পারছেন না দর্শকেরা। সোশ্যাল মিডিয়াতেও চলছে এই নিয়ে ট্রোল-কটাক্ষ। উঠছে নায়ক বদলের দাবিও। এমনিতে টেলিভিশনে অপরাজিতা ও ঋষি কৌশিকের জুটি দারুণভাবে হিট। এখানে আকাশ নীল সিরিয়ালে এই জুটিকে দারুণ পছন্দ করেছিলেন দর্শকেরা। এবারও সেই জুটিকেই দেখতে চায় দর্শকরা। যখন লীনা গঙ্গোপাধ্যায় তাঁর এই ধারাবাহিকের কথা ঘোষণা করেন তাও অপরাজিতাকে নায়িকা হিসেবে তখন অনেকেই অনুমান করেছিলেন যে হয়তো নায়ক হিসেবে ঋষিই থাকবেন। কিন্তু সেটা না হওয়ায় বেশ ক্ষুব্ধ তাঁরা।

এর আগে ঋষি কৌশিক ও অপরাজিতা একসঙ্গে কাজ করেছেন একদিন প্রতিদিন, কুসুমদোলা সিরিয়ালে। আর চিরসখা-তেও এই জুটিকে ফিরিয়ে আনার দাবিও বহুদিন ধরে ছিল। তাহলে কি দর্শকদের সেই দাবি মেনে সুদীপকে সরিয়ে ঋষি কৌশিককে আনা হবে। না, একেবারেই নয়। বদলাচ্ছে না অপরাজিতার নায়ক। সুদীপ মুখোপাধ্যায় থাকছেন অভিনেত্রীর বিপরীতে। এই জল্পনা একেবারেই ভুয়ো তা নিজেই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। অপরদিকে ঋষি কৌশিকও বলেছেন যে তাঁর কাছে এমন কোনও খবর বা প্রস্তাব কিছুই আসেনি। 

এ প্রসঙ্গে সুদীপ এক সংবাদমাধ্যমকে বলেছেন যে প্রথম দিন যখন ধারাবাহিকের অভিনেতাদের নাম ঘোষণা করা হয়, তখন থেকেই তিনি প্রচুর কটাক্ষ হজম করেছেন এবং চুপচাপ তা মেনেও নিয়েছেন। নিজের চরিত্রটা মন দিয়ে করে গিয়েছেন। এখন তো দর্শকেরা নিজেরাই কমেন্টে জানান যে এই চরিত্রে তিনি একদম ফিট। প্রসঙ্গত, এই সিরিয়ালের মাধ্যমেই ছোটপর্দায় কামব্যাক করেন অপরাজিতা। তাঁর অভিনয় দারুণভাবে প্রশংসিত। 

Advertisement

চিরসখা গল্পে উঠে এসেছে এক স্বামীহারা মহিলার কথা, যার চিরসখা হিসেবে তাঁর পাশে সবসময় থাকেন তাঁর স্বামীর বন্ধু। দুজনের রসায়ন, জীবনের ওঠাপড়া নিয়েই এই ধারাবাহিক। এক অন্য ধরনের গল্প ইতিমধ্যেই দর্শকেরা পছন্দ করতেশুরু করে দিয়েছেন। 

POST A COMMENT
Advertisement